• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ব্রাহ্মণবাড়িয়া ট্রেনে ঢিল নিক্ষেপের অভিযোগে আটক ২

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৬ নভেম্বর ২০২০, ১৩:৫৫
Arrested for throwing, stones at a train, rtv news
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন থেকে পাথর নিক্ষেপের অভিযোগে আটক ২

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন থেকে ট্রেনে ঢিল ছুঁড়ে পুলিশের হাতে ধরা পড়েছেন দুই তরুণ। গতকাল রোববার ১৫ নভেম্বর সন্ধ্যায় স্টেশনের আউটার থেকে পাথরসহ হাতেনাতে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন আখাউড়া রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আজম।

আটকরা হলেন- আখাউড়া উপজেলার আলাউদ্দিন (২৩) ও নবীনগর উপজেলার জাবেদ মিয়া (২১)। ওসি সাকিউল আজম জানান, চট্টগ্রাম থেকে ঢাকাগামী আন্তঃনগর মহানগর গোধূলি এক্সপ্রেস ট্রেন আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে যাত্রাবিরতি শেষে ঢাকার উদ্দেশে ছেড়ে উত্তর আউটার সিগন্যাল এলাকা অতিক্রমের সময় ওই দুই তরুণ পাথর দিয়ে ঢিল ছুঁড়ে। এ সময় কর্তব্যরত পুলিশ সদস্যরা পাথরসহ তাদেরকে আটক করেন। এ ঘটনায় ওই দুই তরুণের বিরুদ্ধে রাতেই মামলা দায়ের করা হয়। পরে আজ সোমবার সকালে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিয়োগ পরীক্ষায় কানে গোপন ডিভাইস, ভাই-বোন আটক
চাঁদপুরে ২২ জেলে আটক, ১৩ জনের কারাদণ্ড 
পাবিপ্রবি ছাত্রীর আত্মহত্যা, স্বামী আটক
বিচারপতির স্বাক্ষর জালিয়াতি, আটকে গেল মেয়রের জামিন
X
Fresh