• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বিদ্যুতের তার ধরে আছে ওয়াহাবের হাত

নেত্রকোনা প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৬ নভেম্বর ২০২০, ১২:৪৭
Wahab's hand, is holding the wire,rtv news
ফাইল ছবি

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাতে উপজেলার নাজিরপুর ইউনিয়নের উলুকান্দা পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত কৃষকের নাম ওয়াহাব মিয়া। তিনি ওই গ্রামের মো. হযরত আলীর ছেলে। তিনি পেশায় একজন কৃষক। স্থানীয়রা জানান, ওয়াহাব মিয়া রাতে বাড়ির পাশে নিজের একটি পুকুরে মাছের জন্য অক্সিজেন পাউডার ছিটাতে যান।

কিছুসময় পর বাড়ির লোকজন একটি শব্দ শুনতে পান। তারা সেখানে গিয়ে দেখেন ওয়াহাবের শরীরের অর্ধেক অংশ পানিতে পড়ে আর হাত বিদ্যুতের তারে ধরে রয়েছে। পরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওয়াহবকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে কলমাকান্দা থানার এসআই মো. শফিউল আলম বলেন, ওয়াহাবের পরিবারের কোনও অভিযোগ না থাকায় মৃতদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছিনতাইকারীর ছুরিকাঘাতে সাভারে যুবকের মৃত্যু
খোঁজাখুঁজির সময় ভাই-বোনকে পুকুরে ভাসতে দেখেন পরিবার
নিউইয়র্কে বাংলাদেশির মৃত্যু নিয়ে পুলিশের বক্তব্যে ভাইয়ের বিরোধিতা
বজ্রপাতে কোরআনের হাফেজসহ দুই যুবকের মৃত্যু
X
Fresh