• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

সিলেটে ভুয়া নারী পুলিশ আটক

সিলেট প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৬ নভেম্বর ২০২০, ১০:৫১
Police arrest fake woman in Sylhet
সিলেটে আটক ভুয়া নারী পুলিশ হালিমা বেগম

সিলেট নগরীর হজরত শাহজালাল (রহ.) মাজার থেকে হালিমা বেগম (২৫) নামের এক ভুয়া নারী পুলিশ সদস্যকে আটক করা হয়েছে। রোববার (১৫ নভেম্বর) রাত পৌনে ১১টার দিকে শাহজালাল (রহ.) মাজারের প্রধান গেটের সামনে থেকে তাকে আটক করা হয়। আটককৃত হালিমা বেগম সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার শিমুলতলা গ্রামের বাসিন্দা আব্দুল জলিল ওরফে জিলালের মেয়ে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার রাতে শাহজালাল (রহ.) মাজারের প্রধান গেটের সামনে টহল পুলিশ একজন মহিলাকে পুলিশের ইউনিফর্ম পড়ে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে। পরে জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করা হয়।

জিজ্ঞাসাবাদে হালিমা জানায়, ‘আটককৃত হালিমা বেগমের গ্রামের বাড়িতে জমি সংক্রান্ত বিরোধ রয়েছে। এ জন্য তিনি গত শনিবার পুলিশের ইউনিফর্ম পড়ে গ্রামে যান। সেখান থেকে রোববার সকালে পুলিশের ইউনিফর্ম পড়ে তিনি হজরত শাহজালাল (রহ.) মাজারে আসেন।’

‘অসৎ উদ্দেশ্যে কোনো সুবিধা লাভের আশায় পুলিশের ইউনিফর্ম পড়েছিলেন হালিমা। তার বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। আজ সোমবার ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হবে।’
পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লোহাগড়ায় ১২ কেজি গাঁজাসহ দুজন আটক
২ টন কফি পাউডারসহ চালক-হেলপার আটক     
জাতিসংঘে ফিলিস্তিনের সদস্যপদ আটকে দিল যুক্তরাষ্ট্র
পাবনায় ১২ ট্রাক ভারতীয় চিনি আটক
X
Fresh