• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

কুষ্টিয়ায় ২৫ নারী নাশকতার মামলায় কারাগারে

কুষ্টিয়া প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৫ নভেম্বর ২০২০, ১৯:০২
Detained women
আটককৃত নারীরা

কুষ্টিয়ায় গোপন বৈঠকের অভিযোগে আটক ২৫ নারীকে নাশকতার মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত।

রোববার (১৫ নভেম্বর) দুপুরে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেছেন।

ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, শনিবার সন্ধ্যায় সদর উপজেলার ঝাউদিয়া বাজার মসজিদের পাশ থেকে গোপন বৈঠককালে তাদেরকে আটক করে পুলিশ।
আটককৃত ঝাউদিয়া ইউনিয়ন মহিলা জামায়াতের আমির সাহিদা বেগমসহ আটক ২৫ নারীর বিরুদ্ধে নাশকতার মামলা করেন থানার এস আই গোলাম হোসেন।

ওসি বলেন, করোনাকালীন জনসংযোগের ওপর নিষেধাজ্ঞা থাকলেও মহিলা জামায়াত কর্মীরা নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠক করছিলেন। ২৫ জন আটক হলেও আরও সমসংখ্যক মহিলা পালিয়ে যান। এদের ব্যাপারে ওই এলাকায় অনুসন্ধান করা হচ্ছে।

স্থানীয় রবিউল ইসলাম বলেন, আটককৃতদের বেশিরভাগই সাধারণ মহিলা। আর মহিলা নেত্রীরা এদেরকে জিলাপীসহ বিভিন্ন খাবার এবং বোরখা ও হিজাব দেয়ার লোভ দেখিয়ে বৈঠকে ডেকে আনে। সেখানে তাদের মগজ ধোলাই করা হয়।

এ ব্যাপারে পুলিশ জানান, বিষয়টি নিয়ে তারা তদন্ত করছে। কিছু তথ্য পেয়েছেন তবে তদন্তের স্বার্থে তা এখন প্রকাশ করা হচ্ছে না।

জিএম

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির ৫ নেতা কারাগারে
ট্রান্সকমের ৩ কর্মকর্তা কারাগারে
স্বাক্ষর জাল করে ভুয়া কাবিননামা, কাজি-সহযোগী কারাগারে
সনদ বাণিজ্য : কারিগরি শিক্ষা বোর্ড চেয়ারম্যানের স্ত্রী কারাগারে
X
Fresh