• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

বিপুল পরিমাণ ইয়াবার বিকল্প ট্যাবলেটসহ আটক এক

রাজশাহী প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৫ নভেম্বর ২০২০, ১৫:৫২
Criminal with police
পুলিশের সঙ্গে অপরাধী

রাজশাহীতে পুলিশের অভিযানে ইয়াবার বিকল্প ১১ হাজার ২০০ পিস নিষিদ্ধ ঘোষিত নতুন মাত্রার মাদক টাপেন্টাডল ট্যাবলেটসহ এক যুবককে আটক করেছে পুলিশ।

শনিবার (১৪ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে বিকেল সোয়া চারটার দিকে কাশিয়াডাঙ্গা থানার আই বাঁধের উত্তর মাথার পাকা রাস্তা থেকে আটক করেছে পুলিশ।

আটককৃত রুবেল হোসেন (৩০) চরমাঝারদিয়ার হরুমন্ডল পাড়া এলাকার আব্দুল আজিজের ছেলে।

রোববার (১৫ নভেম্বর) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গোলাম রুহুল কুদ্দুস জানান, এসময় তার নিকট থেকে ১১ হাজার ২০০ পিচ নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ২১ লাখ টাকা। আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

উল্লেখ্য, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রস্তাবমতে ওষুধ প্রশাসন অধিদপ্তরে এর সুপারিশের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৬৫ ধারা মতে ’ট্যাপেন্টাডল’কে মাদকদ্রব্য হিসেবে তফসিলভুক্ত করে।

সহকারী পুলিশ কমিশনার (কাশিয়াডাঙ্গা) উৎপল কুমার চৌধুরীর নেতৃত্বে কাশিয়াডাঙ্গা থানার ওসি এস এম মাসুদ পারভেজসহ পুলিশের একটি দল এ অভিযান চালায়।

জিএম/জিএ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাতিসংঘে ফিলিস্তিনের সদস্যপদ আটকে দিল যুক্তরাষ্ট্র
পাবনায় ১২ ট্রাক ভারতীয় চিনি আটক
আখাউড়ায় ১৮০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক 
গলায় জীবন্ত কৈ মাছ আটকে কৃষকের মৃত্যু
X
Fresh