• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

খাগড়াছড়িতে ছাত্রলীগের পদবঞ্চিতদের সড়ক অবরোধ, পর্যটকদের গাড়ি ভাংচুর (ভিডিও)

খাগড়াছড়ি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৫ নভেম্বর ২০২০, ১১:১৯

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা ছাত্রলীগের পদবঞ্চিতরা সড়ক অবরোধ করেছেন। অবরোধ চলাকালীন পর্যটকদের গাড়িতে হামলা ও অন্তত ৪টি গাড়ি ভাংচুর হয়েছে।

আজ রোববার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে এ হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে পুলিশ তিন জনকে আটক করেছে।

জানা গেছে, গতকাল শনিবার জেলা ছাত্রলীগের সভাপতি টিকো চাকমা ও সাধারণ সম্পাদক জহির উদ্দিন ফিরোজ যৌথ স্বাক্ষরে দীঘিনালা ও মাটিরাঙা উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা করে।

এ কমিটি ঘোষণার পর দীঘিনালা উপজেলার ছাত্রলীগের পদবঞ্চিত নেতাকর্মীরা রোববার সড়কপথ অবরোধের ডাক দেয়। বিক্ষুব্ধরা সকাল থেকে দীঘিনালা বাস টার্মিনাল এলাকায় অবস্থান নিয়ে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে। এ সময় সাজেকগামী পর্যটকবাহী গাড়ীগুলো পৌঁছালে হামলা ও ভাংচুর চালানো হয়।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম কুমার দেব পর্যটকবাহী একটি গাড়ির গ্লাস ভাংচুরের কথা স্বীকার করে বলেন, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও ছাত্রলীগ নেতা
বাথরুমে মিলল ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ 
আধিপত্য বিস্তার নিয়ে হামলা, ছাত্রলীগের ৪ কর্মী গুলিবিদ্ধ
পুলিশ ফাঁড়িতে এমপির বিরুদ্ধে যুবলীগ-ছাত্রলীগ নেতাদের পেটানোর অভিযোগ
X
Fresh