logo
  • ঢাকা সোমবার, ৩০ নভেম্বর ২০২০, ১৫ অগ্রহায়ণ ১৪২৭

নাটোর প্রতিনিধি, আরটিভি

  ১৪ নভেম্বর ২০২০, ১৯:১৮
আপডেট : ১৪ নভেম্বর ২০২০, ১৯:৪১

নতুন দেশ থেকে বিনিয়োগ আনতে কাজ করছি: পররাষ্ট্রমন্ত্রী

Working,  investment, countries
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, আমাদের দেশের জন্য সবচেয়ে বড় সম্পদ হচ্ছে মানবসম্পদ। মানবসম্পদের দক্ষতা বৃদ্ধিতে বিনিয়োগ বাড়ানো হচ্ছে। নতুন নতুন দেশে মানবসম্পদ পাঠাতে আমরা কাজ করছি।

শনিবার (১৪ নভেম্বর) নাটোর সার্কিট হাউসে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে পররাষ্ট্রমন্ত্রী একথা বলেছেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, মানবসম্পদ পাঠাতে নতুন দেশ খোঁজার পাশাপাশি পণ্য রপ্তানির পরিধি বাড়াতে কাজ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। 

জেলা প্রশাসক মো. শাহরিয়াজের সভাপতিত্বে সভায় স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, নাটোর-১ আসনের সাংসদ শহিদুল ইসলাম বকুল, পুলিশ সুপার লিটন কুমার সাহাসহ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন ও উপসচিবসহ অন্য কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

শনিবার (১৪ নভেম্বর) পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও তাঁর স্ত্রীসহ মন্ত্রণালয়ের ৪৮ কর্মকর্তা ও কর্মচারীর একটি প্রতিনিধি দল নাটোর সফর করেন। এসময় তারা উত্তরা গণভবন ও নাটোর রাজবাড়ি ঘুরে দেখেন।

এফএ

RTVPLUS