• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

রাঙামাটিতে চীবর দান উৎসব উদযাপিত

রাঙামাটি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৪ নভেম্বর ২০২০, ১৫:৫৫
Chibar donation festival, is celebrated, rtv news
ছবি সংগৃহীত

যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ধর্মীয় মর্যাদায় রাঙামাটি সদর উপজেলার দুর্গম বালুখালী ইউনিয়নের মরিশ্চ্যাবিল বনবিহারে অষ্টম দানোত্তম কঠিন চীবরদান অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শুক্রবার দিনব্যাপী অনুষ্ঠানে বুদ্ধমূর্তি দান, সংঘদান, অষ্টপরিষ্কার দান, পিণ্ডপানীয় দান, হাজারপ্রদীপ দান, কল্পতরু দান ও চীবর দান করা হয়।

মরিশ্চ্যাবিল বনবিহার পরিচালনা কমিটি এবং এলাকার উপাসক-উপাসিকাদের আয়োজনে মরিশ্চ্যাবিল বিহার প্রাঙ্গনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মরিশ্চ্যাবিল বনবিহার ৮তম কঠিন চীবর দান উদযাপন কমিটির সভাপতি রঞ্জিত তঞ্চঙ্গ্যা।

দানোত্তম কঠিন চীবর দানের তাৎপর্য, দান, শীল ভাবনা বিষয়ে ধর্ম দেশনা দেন রাঙামাটি রাজবন বিহারের আবাসিক ভিক্ষু সুমন মহাস্থবির।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মরিশ্চ্যাবিল তপোবন অরণ্য কুঠিরের ভিক্ষু জিনপ্রিয় মহাস্থবির, রাঙামাটি রাজবন বিহারের আবাসিক ভিক্ষু ভিরিমা নন্দ স্থবির, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য সাধন মনি চাকমা, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আক্তার ও মরিশ্চ্যাবিল বনবিহার কঠিন চীবর দান উদযাপন কমিটির সাধারণ সম্পাদক পূর্ণ বিকাশ চাকমা।

পরে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের পর বিকেলে ভিক্ষু সংঘের কাছে কঠিন চীবর দান করা হয়।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাগলা মসজিদে সাড়ে ৭ ঘণ্টায় পাওয়া গেল যত টাকা 
পাগলা মসজিদের দানবাক্সে ২৭ বস্তা টাকা, ৪ ঘণ্টায় গোনা হলো কত?
ভারতের লোকসভা নির্বাচনে প্রথম ধাপে ভোটদানের রেকর্ড
পাগলা মসজিদের দানবাক্সে এবার রেকর্ড ২৭ বস্তা টাকা
X
Fresh