• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

এএসপি শিপন হত্যার প্রতিবাদে ফরিদপুরে জাবির শিক্ষার্থীদের মানববন্ধন

স্টাফ রিপোর্টার, ফরিদপুর, আরটিভি নিউজ

  ১৪ নভেম্বর ২০২০, ১৪:৪৪
Jabir students chained, in Faridpur to protest, rtv news
পুলিশ সুপার (এএসপি) আনিসুল করিম শিপন হত্যার প্রতিবাদে ফরিদপুরে জাবি শিক্ষার্থীদের মানববন্ধন

ঢাকার মাইন্ড অ্যাইড হাসপাতালে সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) আনিসুল করিম শিপন হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ফরিদপুরের শিক্ষার্থীরা।

আজ শনিবার বেলা সাড়ে ১১টার সময় ফরিদপুর শহরের মুজিব সড়কের প্রেসক্লাবের সামনে বিশ্ববিদ্যালয়ের সাবেক-বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জাহাঙ্গীরনগর পরিবারের ফরিদপুরের সভাপতি নাসির মান্নার সভাপতিত্বে বক্তব্য রাখেন, মো. হাসান আলী ও শেখ ফিরোজ।

মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, ভাইরাল হওয়া ফুটেজ প্রমাণ করে শিপনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তারা দাবি তোলেন দ্রুত বিচারের মাধ্যমে এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় জাবি পরিবার বিচার দাবিতে রাস্তায় নামতে বাধ্য হবে।

প্রসঙ্গত, নিহত পুলিশের সিনিয়র এএসপি আনিসুল করিম শিপন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের ৩৩তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তিনি ৩১তম বিসিএসে পুলিশে যোগ দেন।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন
এফডিসিতে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
দুই সহোদরকে পিটিয়ে হত্যা : ফরিদপুরে বিজিবি মোতায়েন
ফরিদপুরে হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন
X
Fresh