• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

আল্লামা শফিকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ

চট্টগ্রাম প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৪ নভেম্বর ২০২০, ১৪:৩৮
Alleged murder, of Allama Shafi, rtv news, rtv news
ছবি সংগৃহীত

চট্টগ্রামে আগামীকাল রোববার হেফাজত ইসলামের কাউন্সিল বন্ধ ও আমির আহম্মদ শফিকে পরিকল্পিতভাবে হত্যার বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছে সংগঠনটির একাংশ।

আজ শনিবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন আহম্মদ শফির শ্যালক মো. মঈন উদ্দিন।

পরে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব মঈনুদ্দিন রুহী জানান, জামায়েত ইসলামকে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত ও তাদের এজেন্ডা বাস্তবায়ন করতে এ কাউন্সিল করা হচ্ছে।

কাউন্সিল বন্ধের দাবি জানিয়ে তিনি আরও বলেন, কিছুসংখ্যক উচ্চাবিলাসী ও রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করতে মরিয়া হয়ে ওঠেছে কতিপয় ব্যক্তি।

তিনি বলেন, নেতৃবৃন্দ আগামীকাল পর্যন্ত পরিস্থিতি দেখবেন। পরে সিনিয়র নেতৃবৃন্দের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত জানানো হবে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ডিজিটাল সুরক্ষা প্রশিক্ষণে সনদ পেলেন ২৫ নারী সাংবাদিক ও রাজনীতিবিদ
নকল পণ্য সরবরাহের অভিযোগ, ২ জনের কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ায় ডিবি পরিচয়ে ৩৬ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ
অচল গার্মেন্টসকে সচল দেখিয়ে ২ কোটি টাকা লোপাটের অভিযোগ
X
Fresh