• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

গজারিয়া বিলে অবৈধ বাঁধের কারণে জলাবদ্ধতা

ময়মনসিংহ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৪ নভেম্বর ২০২০, ১২:৪৯
Waterlogging, due to illegal dams in Gazaria, rtv news
ময়মনসিংহ

ময়মনসিংহ সদর উপজেলার চর হরিপুর গজারিয়া বিলের অবৈধ পুকুরের পাড় কেটে পানি নিষ্কাষণ করে জলাবদ্ধতা দূরীকরণের দাবিতে সংবাদ সম্মেলন করেছে এলাকাবাসী।

দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, কতিপয় ভূমিদস্যূ সদর উপজেলার চর ঈশ্বরদিয়া ইউনিয়নের চর হরিপুর গ্রামের ৩৮ একর খাস জমির গজারিয়া বিলে বাঁধ দিয়ে পুকুর তৈরি করে মাছ চাষ করায় চর হরিপুর, চর আলালপুর, চর বড়বিলা ও বাজিতপুরের বিস্তীর্ণ এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

এতে চলতি মৌসুমে কয়েক হাজার একর জমির ফসল বিনষ্টের পাশাপাশি জনসাধারণের ভোগান্তি চরমে পৌঁছে। জলাবদ্ধতা দূরীকরণে মানববন্ধন ও স্মারকলিপি প্রদানসহ নানা কর্মসূচি পালন করা হয়। কিন্তু এখনও কার্যকর কোনও পদক্ষেপ গ্রহণ করেনি প্রশাসন।অবিলম্বে জলাবদ্ধতা দূরীকরণে ছয় দফা দাবিও জানানো হয়।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, অ্যাডভোকেট এমদাদুল হক মিল্লাত, জেসমিন আক্তার পলি, মোফাজ্জল হোসেন ও ইউপি সদস্য আশরাফুজ্জামান রতন।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রতীক পেয়েই প্রচার-প্রচারণায় প্রার্থীরা
‘ইনস্যুরেন্স পাঠ্যক্রম যুগোপযোগীকরণে অংশীজনের ভূমিকা’ শীর্ষক গোলটেবিল
সুষ্ঠু ভোট করতে প্রশাসনের উচ্চপদস্থদের সঙ্গে বসবে ইসি
টিকটক নিষিদ্ধে বিল পাস যুক্তরাষ্ট্রের
X
Fresh