• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

ময়মনসিংহে কাভার্ডভ্যানের সঙ্গে মাহেন্দ্রের সংঘর্ষে নিহত ২

ময়মনসিংহ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৩ নভেম্বর ২০২০, ১৩:০৬
Mahendra killed, in collision with covered, rtv news
দুর্ঘটনা

ময়মনসিংহ সদরে কাভার্ডভ্যান ও মাহেন্দ্রের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে সাতজন। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আজ শুক্রবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বেলতরী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার প্রতিবাদে স্থানীয়দের অবরোধের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে আধ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

নিহতরা হলেন, সদর উপজেলার চুরখাইয়ের হেলাল উদ্দিনের মেয়ে চামেলী (২৫) ও পারাইল গ্রামের আমজাদ আলীর ছেলে পলাশ (৩০)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সদর উপজেলার বেলতলী এলাকায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানের পেছনে যাত্রীবাহী মাহেন্দ্র নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলেই মাহেন্দ্রের দুই যাত্রী নিহত হয়। আহত সাতজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার পর স্থানীয়রা প্রায় আধা ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে। এতে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ এসে যান চলাচল স্বাভাবিক করে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় আনা হচ্ছে এবং বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসতিসকার নামাজের অনুমতি মেলেনি
আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত
রানা প্লাজা ট্রাজেডির ১১ বছর, মোমবাতি জ্বালিয়ে নিহতদের স্মরণ
বেপরোয়া বাস ঢুকে পড়ল দোকানে, নিহত ১
X
Fresh