• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

ঢাবি ক্যাম্পাসে মাস্ক ছাড়া প্রবেশ করা যাবে না

আরটিভি নিউজ

  ১৩ নভেম্বর ২০২০, ১১:২৬
You cannot enter the DU campus without a mask
ঢাবি ক্যাম্পাসে মাস্ক ছাড়া প্রবেশ করা যাবে না

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মাস্ক পরা ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম গোলাম রব্বানী। আজ শুক্রবার (১৩ নভেম্বর) থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম গোলাম রব্বানী বলেন, সন্ধ্যা ছয়টার পর ক্যাম্পাসে বহিরাগতরা অকারণে প্রবেশ করতে পারবে না। এই সিদ্ধান্ত কার্যকর করতে ক্যাম্পাসের প্রবেশমুখগুলোতে টহল থাকবে।

তিনি আরও বলেন, মাস্ক ব্যবহারে সরকারি যে সিদ্ধান্ত আছে, আমরা সেটাই বাস্তবায়ন করবো। আমি আমার টিমকে বলে দিয়েছি, তারা বিষয়টি দেখবে। যেহেতু করোনা বৃদ্ধি পেয়েছে, তাই ক্যাম্পাসে সন্ধ্যার পর অকারণে বহিরাগতরাও থাকতে পারবে না।

উল্লেখ্য, গত ১৯ মার্চ থেকে করোনাভাইরাসের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সশরীরে শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে। হলগুলোও বন্ধ করে দেওয়া হয়েছে। তবে সীমিত পরিসরে দাপ্তরিক কার্যক্রম চলছে।
পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মিয়ানমার থেকে পালিয়ে এলেন আরও ১৩ বিজিপি সদস্য
বৈধ পথে ইউরোপ প্রবেশে সুখবর 
মস্তিষ্কে চিপ বসিয়ে ডিভাইস নিয়ন্ত্রণের প্রবণতা
প্রাথমিক শিক্ষক নিয়োগ : তৃতীয় ধাপের প্রবেশপত্র ডাউনলোড শুরু
X
Fresh