logo
  • ঢাকা বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২০, ১১ অগ্রহায়ণ ১৪২৭

নারায়ণগঞ্জ (দক্ষিণ) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৩ নভেম্বর ২০২০, ০৮:৪৬
আপডেট : ১৩ নভেম্বর ২০২০, ১৫:৩২

মাত্র ১৫০০ টাকার জন্য ভাড়াটিয়াকে পিটিয়ে হত্যা (ভিডিও)

নারায়ণগঞ্জ শহরের নলুয়াপাড়া বাপ্পী সরণি এলাকায় মাত্র ১৫০০ টাকা নিয়ে কথা কাটাকাটির জেরে মেহেদী হাসান (৫০) নামের এক পোল্ট্রি ফিড ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

গতকাল বৃহস্পতিবার রাত সোয়া ৯টার দিকে বাড়ির মালিক রানা, সুমন, পিংকিসহ আরও কয়েকজন এ ঘটনা ঘটায়।

নিহতের শ্যালক সেলিম সিকদার আরটিভি নিউজকে জানান, পাঁচ সন্তানসহ পরিবার নিয়ে মৃত মঞ্জু মিয়ার বাড়িতে ভাড়া থাকতো মৃত ফজলুল হকের ছেলে মেহেদী। মাত্র ১৫০০ টাকা ভাড়া পাওনা নিয়ে বাড়ির মালিকদের সঙ্গে তার তর্কবিতর্ক হয়।

রাত সোয়া ৯টার দিকে রানা, সুমন, পিংকি, লিয়নসহ আরও কয়েকজন মেহেদির ঘরে হামলা করে।এ সময় পরিবারের নারীসহ সবাইকে মারধর করে তারা।পরিবারের দাবি, মেহেদী হাসানকে পিটিয়ে হত্যা করে তারা।

স্থানীয়রা জানান, রানাদের পরিবার চিহ্নিত সন্ত্রাসী। ৭-৮ বছর আগে তাদের আরেক ভাই সন্ত্রাসী সুজন খুন হয়। এ পরিবারটি মাদক বিক্রির সঙ্গেও জড়িত। খুনের ঘটনার খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে যায়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আরটিভি নিউজকে জানান, মরদেহ মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

জেবি

RTVPLUS