• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

১ কেজি আলুর দাম ৭ টাকা ২৭ পয়সা!

নারায়ণগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১১ নভেম্বর ২০২০, ০৯:৪১
1 kg of potatoes cost 6 rupees 27 paise
১ কেজি আলুর দাম ৭ টাকা ২৭ পয়সা

আলুর দাম ৩০ টাকা বেঁধে দেয়া হলেও তা মানেন না নারায়ণগঞ্জ শহরের দ্বিগুবাবুর বাজারের আলু বিক্রেতারা। প্রতিদিনই ক্রেতাদের কাছ থেকে বাড়তি দাম আদায় করেন তারা। মঙ্গলবার (১০ নভেম্বর) এ বাজারে প্রতি কেজি আলু মাত্র ৭ টাকা ২৭ পয়সা দরে বাড়ি নিতে পেরেছেন একজন ক্রেতা।

ঘটনার সময় মঙ্গলবার দুপুর শহরের দিগুবাবুর বাজারে ৫৫ কেজি আলু কেনেন মোহাম্মদ উল্লাহ। সরকার নির্ধারিত আলুর পাইকারি মূল্য ৩০ টাকা হলেও তার কাছ থেকে ৩৭ টাকা কেজি দাম রাখেন বিক্রেতা। তার মতো আরও অনেকের কাছেও এমন দামে বিক্রি করা হচ্ছিলো আলু।

তবে অন্যসব ক্রেতার মতো ছেড়ে দেয়ার পাত্র নন মোহাম্মদ উল্লাহ। তিনি জাতীয় ভোক্তা অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ে অভিযোগ করেন।

জাতীয় ভোক্তা অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান জানান, মোহাম্মদ উল্লাহ নামে এক ক্রেতার অভিযোগের প্রেক্ষিতে শহরের দিগুবাবুর বাজারে অভিযান চালানো হয়। সরকার নির্ধারিত আলুর পাইকারি মূল্য ৩০ টাকা হলেও তিনি ৩৭ টাকা কেজি দরে ৫৫ কেজি আলু কিনেছেন বলে অভিযোগ করেন। অভিযোগের সত্যতা পেয়ে মেসার্স এসএস ট্রেডার্সকে অতিরিক্ত ৩৮৫ ফেরত দিতে বাধ্য করা হয় এবং এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার ২৫ শতাংশ অর্থাৎ ১২৫০ টাকা অভিযোগকারীকে দেয়া হয়েছে।

মোহাম্মদ উল্লাহ পরে হিসেব কষে দেখেন তার কেনা আলু প্রতি কেজির দাম পরেছে মাত্র ৭ টাকা ২৭ পয়সা।
জিএম/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আমদানি স্বাভাবিক থাকলেও বেড়েই চলেছে আলুর দাম
হিলি স্থলবন্দর দিয়ে ৭০০ টন আলু আমদানি
হিলি স্থলবন্দর দিয়ে রেকর্ড পরিমাণ আলু আমদানি, তবু কমছে না দাম 
হিলিতে আলু আমদানি স্বাভাবিক, খুচরা বাজারে বেড়েছে দাম
X
Fresh