• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

কুড়িগ্রামে থামছেই না বাল্যবিবাহ! (ভিডিও)

  ০৩ নভেম্বর ২০২০, ১৮:৩০

প্রতিদিন ঘটেই চলছে অন্ধকারে হারিয়ে যাওয়ার ব্যবস্থা নামক বাল্যবিবাহ। যে কিশোরী বই হাতে নিয়ে স্বপ্নের আকাশে নিজের ভবিষ্যৎকে দেখার কথা, সেই কিশোরী দিন বা রাতের অন্ধকারে হারিয়ে যাচ্ছে ভয়ানক বাল্যবিবাহের জালে।

দেশ যখন অর্থনীতির মুক্তির জয়গানে বিজয়ী দল। সেসময় কুড়িগ্রামে থামছে না বাল্যবিবাহে। দিন দিন বেড়েই চলছে এ সামাজিক ব্যাধির পরিসংখ্যান। চলমান করোনাকালে বাল্য বিয়ের হার বেড়েছে কয়েকগুণ।

শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে মেয়েদের জন্য সৃষ্টি হয়েছে প্রতিকুল পরিবেশ, রয়েছে দরিদ্রতার সঙ্গে সামাজিক সমালোচনা। প্রভাব রয়েছে যৌতুকের অংকে। এসব চিন্তা থেকেই মেয়েদের কম বয়সে বিয়ে দিয়ে বাবা-মা’র নিজেদের বোঝা হালকা করছেন বলে অভিমত অনেকের।

বাল্যবিবাহের পর থেকেই সৃষ্টি হয় নানা জটিলতা। বছর ঘুরতে না ঘুরতেই এসব মেয়েরা হয়ে পড়ে কিশোরী মাতা। অপুষ্টিতে ভুগে হারিয়ে ফেলে শারীরিক সক্ষমতা। বৃদ্ধিপায় পারিবারিক কলহ। শেষ পর্যন্ত বেশিরভাগ বালিকাবধূর সংসার ভাঙে বিবাহ বিচ্ছেদের মধ্য দিয়ে। পুনরায় বোঝা হয়ে ফিরে আসে পরিবারের মাঝে।