• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

করোনায় ইন্টারনেট গ্রাহক বেড়েছে

আরটিভি নিউজ

  ০২ নভেম্বর ২০২০, ২৩:৪৫
internet, BTRC
ইন্টারনেট

বিশ্বজুড়ে করোনাভাইরাসের মহামারীতে মানুষ বিনাপ্রয়োজনে ঘর থেকে বের হোন না। আবার সুযোগ থাকলে ইন্টারনেটের মাধ্যমেই ঘরে বসেই নিজেদের প্রয়োজনীয় কাজগুলোর সমাধান করছেন। সরকারি-বেসরকারি চাকরিজীবী এবং স্কুল-কলেজের শিক্ষার্থীদের ক্লাস ইন্টারনেটের মাধ্যমে নেওয়া হচ্ছে। ফলে করোনার মধ্যে গত ছয় মাসে ৭৮ লাখ ৮১ হাজার ইন্টারনেট গ্রাহক বেড়েছে।

সোমবার টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির প্রকাশিত প্রতিবেদনে দেখা যায়, চলতি বছরের সেপ্টেম্বর শেষে ইন্টারনেট গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে ১১ কোটি ১১ লাখ ৩৪ হাজারে। বাংলাদেশে মহামারী শুরু হওয়ার সময় মার্চ মাসের শেষে দেশে ইন্টারনেট গ্রাহক সংখ্যা ছিল ১০ কোটি ৩২ লাখ ৫৩ হাজার।

প্রকাশিত প্রতিবেদনে দেখা গেছে, মহামারীর ছয় মাসে নতুন ৭৮ লাখ ৮১ হাজার গ্রাহকের মধ্যে মোবাইল ইন্টারনেট গ্রাহক রয়েছেন ১০ কোটি ২৪ লাখ এবং ব্রডব্যান্ড ইন্টারনেট গ্রাহক ৮৬ লাখ ৫৬ হাজার। গত বছর সেপ্টেম্বর শেষে ইন্টারনেট গ্রাহক সংখ্যা ছিল ৯ কোটি ৮৪ লাখ ২৯ হাজার। এ হিসাবে গত এক বছরে ইন্টারনেট গ্রাহক বেড়েছে এক কোটি ২৭ লাখের বেশি। বিটিআরসি হিসাবে গত এক বছরে মোবাইল ইন্টারনেট গ্রাহক বেড়েছে প্রায় এক কোটি, ব্রডব্যান্ড গ্রাহক বেড়েছে ৩০ লাখের বেশি।

এফএ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইন্টারনেট গ্রাহক কমেছে ৩৫ লাখ
‘৮৫ হাজার টাকার ব্যান্ডউইথ ৬০ টাকায় নামিয়ে এনেছি’
ফেসবুককে জুয়ার প্রচারণা বন্ধের আহ্বান বিটিআরসির
খরচ বেড়েছে মোবাইল ইন্টারনেটের
X
Fresh