• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

নারায়ণগঞ্জে যাত্রীবাহী বাসে তল্লাশি, দুর্ভোগে যাত্রীরা

নারায়ণগঞ্জ সংবাদদাতা, আরটিভি নিউজ

  ০২ নভেম্বর ২০২০, ১২:৪৩
Passenger bus searched, in Narayanganj, rtv news
ছবি সংগৃহীত

হেফাজত ইসলামের ডাকে মহাসমাবেশে অংশগ্রহণের উদ্দেশে নারায়ণগঞ্জ থেকে বিভিন্ন যাত্রীবাহী বাসে রাজধানীতে প্রবেশ করতে সাইনবোর্ডের সাদ্দাম মার্কেট এলাকায় পুলিশ ব্যারিকেট সৃষ্টি করেছে। এ সময় দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে অনেককে গাড়ি থেকে নামিয়ে দিতে দেখা যায়।

এ সময় অফিসগামী যাত্রীদের দুর্ভোগ সৃষ্টি হয়। ব্যাংক কর্মকর্তা নাসরিন আরটিভিকে জানান, সাইনবোর্ড এলাকায় আসার পর পর পুলিশের তল্লাশিতে পড়ি। এ সময় আমাদেরকে গাড়ি থেকে নামিয়ে দেয়। সমাবেশে অংশগ্রহণের জন্য আসা কয়েকজন যাত্রী জানান, আমাদেরকে গাড়ি থেকে পুলিশ নামিয়ে দেওয়ার পর আমরা হেঁটে গন্তব্যে পৌঁছার চেষ্টা করছি।

এ ব্যাপারে নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম আরটিভি নিউজকে জানান, সকাল থেকে সাইনবোর্ড এলাকায় সমাবেশে অংশগ্রহণের জন্য বিভিন্ন এলাকা থেকে লোক জড়ো হয়ে একটি শান্তিপূর্ণ সংক্ষিপ্ত সমাবেশ করে। সমাবেশ শেষে পুলিশ তাদেরকে অনুরোধ করে যার যার বাড়িতে পাঠিয়ে দেয়। হেফাজতের সমাবেশে অংশগ্রহণের জন্য কয়েক জন নেতাকে ঢাকা যাওয়ার অনুমতি দেওয়া হয়।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তীব্র গরমের জন্য দায়ী সরকার : মির্জা আব্বাস
বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের ২৮৮ সেনা-বিজিপি সদস্যের প্রত্যাবাসন
তরুণদেরকে উদ্যোক্তা হওয়ার পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর
বাসের ধাক্কায় ফেরিতে থাকা ৪ মোটরসাইকেল নদীতে
X
Fresh