• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

খুলনায় মেয়রের পাজেরো গাড়িতে করিমনের ধাক্কা

খুলনা প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০২ নভেম্বর ২০২০, ১২:২১
In Khulna, Karimon, hit the mayor's Pajero, rtv news
খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) মেয়র তালুকদার আব্দুল খালেক

খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) মেয়র তালুকদার আব্দুল খালেককে বহনকারী পাজেরো গাড়ির সঙ্গে একটি করিমনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে সুস্থ আছেন মেয়র।

খুলনা-মোংলা মহাসড়কের সুকদাড়া এলাকায় আজ সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় মেয়র বা অন্য কেউ আহত না হলেও গাড়িটির পেছনের অংশ কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। পুলিশ করিমনটি আটক করলেও তার চালক পালিয়ে গেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, খুলনা-মোংলা মহাসড়কের সুকদাড়া এলাকায় সিটি মেয়রের গাড়ির সামনে হঠাৎ করে একটি করিমন এসে পড়ে। এ সময় মেয়রের গাড়িচালক গতি কমান। কিন্তু পেছন থেকে আরেকটি করিমন এসে মেয়রের গাড়িকে ধাক্কা দেয়। এতে গাড়ির পেছনের অংশ কিছুটা ক্ষতিগ্রস্ত হয়। তবে গাড়িতে থাকা মেয়রসহ মোট চারজনই সুস্থ আছেন।

কাটাখালি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, দুর্ঘটনায় সিটি মেয়রের গাড়িটির পেছনের গ্লাস ভেঙে গেছে। বড় ধরনের কোনও ক্ষতি হয়নি। দুর্ঘটনার পরই করিমনের চালক পালিয়ে গেছেন। তবে করিমনটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় এখনও কোনও মামলা হয়নি।

মেয়র বাগেরহাটের রামপালে একটি উন্নয়নমূলক কাজ পরিদর্শনে খুলনা থেকে ওই সড়ক দিয়ে যাচ্ছিলেন।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইবিতে বিবস্ত্র করে র‌্যাগিংয়ের ঘটনায় সত্যতা পেয়েছে তদন্ত কমিটি
ঘোড়াঘাটের পৌর মেয়রসহ বিএনপির ৪ নেতাকর্মী কারাগারে
আতিফ আসলামের কনসার্টে গান গাওয়ার সুযোগ না পেয়ে ক্ষুব্ধ মাশা
আগে ইকামত না দিলে কি নামাজ শুদ্ধ হবে?
X
Fresh