বরিশাল প্রতিনিধি, আরটিভি নিউজ
০১ নভেম্বর ২০২০, ১৭:০০
আপডেট : ০১ নভেম্বর ২০২০, ১৭:০৭
আপডেট : ০১ নভেম্বর ২০২০, ১৭:০৭
বরিশালে এক লাখ মিটার জালসহ ২২ জেলে আটক

বরিশাল
বরিশালের বিভিন্ন নদীতে অভিযান চালিয়ে এক লাখ মিটার জালসহ ২২ জেলেকে আটক করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় জেলেদের কাছ থেকে ৫০ কেজি মাছ জব্দ করা হয়।
গতকাল শনিবার ভোর থেকে রাত আটটা পর্যন্ত নৌবাহিনী, র্যাব, মৎস্য অধিদপ্তর, নৌ ও থানা পুলিশ যৌথভাবে বরিশালের মেঘনা, তেঁতুলিয়া, কালাবদর, পাণ্ডব, কারখানা, সন্ধ্যা, সুগন্ধ্যা, আরিয়ালখাঁ ও কীর্তনখোলা নদীতে অভিযান পরিচালনা করে। এ সময় এক লাখ মিটার অবৈধ জাল ও ৫০ কেজি ইলিশ মাছ জব্দ ২২ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালতের বিচারকরা।