• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

পেটের পীড়া সহ্য করতে না পেরে মুক্তিযোদ্ধার আত্মহত্যা

সিরাজগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ৩১ অক্টোবর ২০২০, ১৫:২৮
Unable to bear, the stomach ache, the freedom fighter, rtv news
বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল বাঙালি

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আব্দুল জলিল বাঙালি (৭০) নামে একজন বীর মুক্তিযোদ্ধা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

গতকাল শুক্রবার দিনগত রাতে উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের কালিগঞ্জ গ্রামে নিজ বাড়ির একটি কক্ষে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি।

শনিবার সকাল সাড়ে ১১টার দিকে কালীগঞ্জ কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তার দাফন সম্পন্ন হয়।

মুক্তিযোদ্ধা আব্দুল জলিল বাঙালির স্বজনেরা জানান, দীর্ঘদিন পেটের পীড়ায় ভুগছিলেন তিনি। এনায়েতপুর খাজা ইউনুস আলী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গত সপ্তাহে চিকিৎসা নিয়ে কিছুটা সুস্থ হওয়ার পর বাড়ি ফিরে আসেন। কিন্তু শুক্রবার সকাল থেকে তীব্র ব্যথা শুরু হয়। একপর্যায়ে যন্ত্রণা সহ্য করতে না পেরে সবার অজান্তে নিজ ঘরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক কুমার দাশ আরটিভি নিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট করা হয়েছে। সুরতহাল রিপোর্টে সন্দেহজনক কিছু না থাকায় পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।

উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেওয়ান মওদুদ আহম্মেদ বলেন, শনিবার সকালে কালীগঞ্জ কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা আব্দুল জলিল বাঙালিকে দাফন করা হয়েছে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজধানীতে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রের আত্মহত্যা  
স্বামীর মৃত্যুর পর নিজেকে শেষ করে দিতে চেয়েছিলেন বিদ্যা
যুক্তরাষ্ট্রের প্রভাব থাকলে মৃত্যু হতে পারে ইউরোপের : ম্যাক্রোঁ
মেয়েকে ধর্ষণে বাবার মৃত্যুদণ্ড
X
Fresh