• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

গ্রেপ্তার মসজিদ কমিটির সভাপতির ২ দিনের রিমান্ড চেয়েছে সিআইডি

নারায়ণগঞ্জ সংবাদদাতা, আরটিভি নিউজ

  ৩১ অক্টোবর ২০২০, ১৪:৫১
The CID has sought a two-day, remand for the chairman, rtv news
গোয়েন্দা পুলিশের হাতে গ্রেপ্তার আব্দুল গফুর

নারায়ণগঞ্জে বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার মসজিদ কমিটির সভাপতির দুই দিনের রিমান্ড চেয়েছে সিআইডি। নারয়ণগঞ্জে মসজিদে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তারকৃত মসজিদ কমিটির সভাপতি আব্দুল গফুরের দুই দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

দুপুরে সংবাদ সম্মেলনে নারায়ণগঞ্জ এর দায়িত্বে থাকা সিআইডির বিশেষ পুলিশ সুপার নাসির উদ্দিন জানান, শুক্রবার রাতে আব্দুল গফুরকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, মামলার দায়িত্বভার নেয়ার পর থেকেই সন্দেহভাজনদের আমরা নজরদারিতে রেখেছিলাম। তাদের মধ্যে মসজিদ কমিটির এর আগে আমরা তিতাসের আটজন, ডিপিডিসির একজন এবং স্থানীয় দুইজন বৈদ্যুতিক মিস্ত্রিকে আটক করেছিলাম। তারা এখন জামিনে আছেন।

গেলো চার সেপ্টেম্বর নারায়ণগঞ্জের পশ্চিম তল্লায় বাইতুস সালাত জামে মসজিদে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় ৩৭ জন দ্বগ্ধ হয়। এর মধ্যে ৩৪ জন মারা গেছে।

নারায়ণগঞ্জ সিআইডির বিশেষ পুলিশ সুপার নাসির উদ্দিন আহমেদ দুই দিনের রিমান্ড চাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নওগাঁয় ভুয়া সিআইডি কর্মকর্তা গ্রেপ্তার 
বান্দরবানে ব্যাংক ডাকাতি, ৫২ জন দুদিনের রিমান্ডে
মাদক কারবারে সংশ্লিষ্ট বদির দুই ভাই, জানালো সিআইডি 
মসজিদের বারান্দায় যুবকের ঝুলন্ত মরদেহ
X
Fresh