• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

নবজাতকের শরীরে ৬ মাস আগের মেয়াদোত্তীর্ণ স্যালাইন পুশ

চট্টগ্রাম প্রতিনিধি, আরটিভি নিউজ

  ৩১ অক্টোবর ২০২০, ১২:১৫
Push the expired, saline into the newborn's body, rtv news
ছবি সংগৃহীত

চট্টগ্রাম নগরের পাঁচলাইশের বেসরকারি হাসপাতাল সিএসটিসিতে মাত্র একদিনের বাচ্চাকে ছয় মাস আগের মেয়াদ শেষ হওয়া স্যালাইন পুশ করার অভিযোগ ওঠেছে।

শিশুটির শরীরে অর্ধেকের মতো স্যালাইন ঢুকার পর বিষয়টি মা রুবাইয়াত শারমিনের নজরে আসে। সিএসটিসি হাসপাতালে গতকাল শুক্রবার রাত নয়টার দিকে এমন ঘটনা ঘটে।

শিশুটির মামা জুবায়ের ইবনে খলিল জানান, চিকিৎসায় অবহেলার এ ঘটনায় পাঁচলাইশ থানায় একটি সাধারণ ডায়েরি করার প্রস্তুতি নেয়া হচ্ছে।

তিনি বলেন, ‘আমার বোন রুবাইয়াত শারমিন গেলো বৃহস্পতিবার বিকেলে সিএসটিসি হাসপাতালে একটি ছেলে সন্তানের জন্ম দেন। এরপর নবজাতকের শরীর দুর্বল বলে জানান চিকিৎসক। সবশেষ বৃহস্পতিবার রাত নয়টার দিকে বাচ্চার শরীরে হাসপাতালটির এক নার্স স্যালাইন লাগিয়ে দিয়ে যান।

প্রায় ২৪ ঘণ্টা পর আমার বোন খেয়াল করে যে তার বাচ্চার শরীরে যে স্যালাইনটি যাচ্ছে তার মেয়াদ শেষ হয়েছে গেলো এপ্রিলে। সঙ্গে সঙ্গে বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হয়।’

হাসপাতাল ভবনটির মালিক ও নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন ঘটনা শুনার পরপরেই হাসপাতালে ছুটে আসেন।

নার্স যে বাচ্চাটিকে মেয়াদোত্তীর্ণ স্যালাইন পুশ করেছেন বিষয়টি স্বীকার করে তিনি বলেন, ঘটনার সত্যতা পেয়েছি। এরপর তাৎক্ষণিকভাবে হাসপাতাল কর্তৃপক্ষকে অভিযুক্ত নার্সের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা হয়েছে।

তিনি বলেন, একজন ডাক্তার চিকিৎসা দেন। ওষুধপত্র নির্দেশনা অনুযায়ী রোগীকে দেওয়ার দায়িত্ব নার্সের।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আশুলিয়ায় ২ হাসপাতাল সিলগালা
রমজানে বেসরকারি কলেজ কতদিন খোলা থাকবে জানাল মন্ত্রণালয়
‘বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি ডিগ্রি অনুমোদনের সময় এসেছে’
বেসরকারি বিশ্ববিদ্যালয়কে ১৫ শতাংশ ট্যাক্স দিতে হবে
X
Fresh