• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

চুয়াডাঙ্গায় ফসলী জমিতে রেললাইন স্থাপনে প্রতিবাদ

চুয়াডাঙ্গা প্রতিনিধি, আরটিভি নিউজ

  ৩১ অক্টোবর ২০২০, ০৯:৫৮
Chuadanga
ছবি- আরটিভি নিউজ

চুয়াডাঙ্গার দর্শনা থেকে মেহেরপুর পর্যন্ত প্রস্তাবিত রেললাইন স্থাপনের জন্য তিন ফসলী জমি নির্বাচনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে এলাকাবাসী। দামুড়হুদা উপজেলার কৃষিনির্ভর কোমরপুর ও বাঘাডাঙ্গা গ্রামের ‘রেললাইন স্থাপন প্রতিরোধ কমিটি’ এ মানববন্ধনের আয়োজন করে।

শুক্রবার বিকেল ৫ টায় অনুষ্ঠিত মানববন্ধনে এলাকার হাজারো মানুষ অংশগ্রহণ করে।

মানববন্ধনে বক্তব্য রাখেন রেললাইন স্থাপন প্রতিরোধ কমিটির আহ্বায়ক মওলা বক্স, যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু, সদস্য জাহিদুর রহমান মুকুল, মোস্তাফিজ কচিসহ অন্যরা।

মানববন্ধনে বক্তারা বলেন, চক্রান্তকারীদের নীলনকশা মোতাবেক এলাকার পতিত জমি বাদ দিয়ে উচ্চ ফলনশীল তিন ফসলী কৃষিজমিতে রেললাইন স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে।

পূর্বের প্রস্তাবিত সোজা পথ বাদ দিয়ে নতুন করে কিছু ঘোরা পথে কোমরপুর ও বাঘাডাঙ্গা গ্রামের মধ্য দিয়ে রেললাইন স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে। এ অবস্থায় এলাকার হাজার হাজার হেক্টর তিন ফসলী জমি ক্ষতিগ্রস্থ হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে সঠিক সিদ্ধান্ত নেয়ার দাবী জানান বক্তারা।

পরে একটি বিক্ষোভ মিছিল এলাকা প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪০ দশমিক ৬ ডিগ্রি
চুয়াডাঙ্গার তাপমাত্রা ৪২.২ ডিগ্রি, জনজীবনে অস্থিরতা
হিট স্ট্রোক কেন হয়, প্রতিরোধে যা করবেন
যে কারণে গরম আর শীত বেশি চুয়াডাঙ্গায়
X
Fresh