• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

পরিত্যক্ত বাথরুমের পাশে পাওয়া গেলো নবজাতককে

বাগেরহাট প্রতিনিধি, আরটিভি নিউজ

  ৩০ অক্টোবর ২০২০, ২১:০৩
The baby was found, next to the abandoned bathroom, rtv news
ছবি সংগৃহীত

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার একটি সুপারি বাগান থেকে এক নবজাতককে উদ্ধার করেছে স্থানীয়রা। আজ শুক্রবার বিকেলে পশ্চিম মোরেলগঞ্জ উপজেলার সরালিয়া গ্রামের আব্দুল হাকিম হাওলাদারের বাগানের পরিত্যক্ত বাথরুমের পাশ থেকে নবজাতকটিকে উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, আজ শুক্রবার বিকেলে আব্দুল হাকিম হাওলাদারের বাগানের পরিত্যক্ত বাথরুমের পাশে এক নবজাতকের কান্না শুনে তাকে উদ্ধার করেন শাহালম হাওলাদার। পরে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শিশুটিকে মোরেলগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতি আরটিভি নিউজকে বলেন, ‘নবজাতক শিশুটিকে ভর্তি করে প্রসূতি ওয়ার্ডে এক মায়ের কাছে রাখা হয়েছে।’

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম আরটিভি নিউজকে বলেন, খবর পেয়ে দ্রুত শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিশুটি সম্পূর্ণ সুস্থ আছে। সাধারণ ডায়েরির পর অভিভাবকদের খুঁজে বের করার চেষ্টা চলছে। পাওয়া না গেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হাসপাতালের কার্ডিয়াক আইসিইউ পুড়ে ছাই, রক্ষা পেল ৭ শিশু
হাসপাতালে ফেলে যাওয়া নবজাতক দত্তক পেলেন সেবিকা
শিশুখাদ্যে অতিরিক্ত চিনির বিষয়টি ব্যাখ্যা দিলো নেসলে
রাজধানীর শিশু হাসপাতালে আগুন
X
Fresh