• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

নওগাঁয় সাইবার হ্যাকিং চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

আরটিভি অনলাইন রিপোর্ট, নওগাঁ

  ১৩ মার্চ ২০১৭, ২১:৩২

সাইবার হ্যাকিং চক্রের ৩ সদস্যকে হাতেনাতে গ্রেপ্তার করলো নওগাঁ জেলা পুলিশ। জানালেন অতিরিক্ত পুলিশ সুপার রাশিদুল হক।

সোমবার সন্ধ্যায় পুলিশ সুপার মিলনায়তনে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

গ্রেপ্তারকৃতরা হলেন- নওগাঁ শহরের বাঙ্গাবাড়িয়া সেবাশ্রম পাড়া’র রেজাউল করিমের পুত্র রফিকুল ইসলাম টুটুল, কালিতলা এলাকার আজিজার রহমানের পুত্র আখতারুজ্জামান অবুঝ ও হাটনওগাঁ সাহেবপাড়া এলাকার আব্দুর রহিম শেখের পুত্র সালেকুর রহমান মানিক।

পুলিশ সুপার বলেন, গ্রেপ্তার হওয়া চক্রটি দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যক্তি, বিশেষ করে মহিলাদের ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমের অ্যাকাউন্ট হ্যাকিং করে ইনবক্স থেকে ব্যক্তিগত তথ্য ও ছবি সংগ্রহ করতো। এসবের মধ্যে দুর্বল বিষয়গুলো এবং ছবির মুখমণ্ডলের সঙ্গে অন্য যেকোনো অশ্লীল ছবি জুড়ে তাদের নিকট ৫শ’ থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত দাবি করতো।

তিনি আরো বলেন, সম্প্রতি ০১৭০৪৬৭৮০৫৭ নম্বর বিকাশের মাধ্যমে একজনের নিকট টাকা দাবি করা হয়। এ ব্যাপারে ডিএমপি’তে করা অভিযোগের ভিত্তিতে নম্বরটির সূত্র ধরে প্রায় ১৮ ঘণ্টা একটানা অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে।

তাদের নিকট থেকে প্রতারণার কাজে ব্যবহৃত একটি ল্যাপটপ, একটি ডেস্কটপ, একটি মডেম এবং ৫টি মোবাইল সেট উদ্ধার করা হয়েছে বলেও তিনি জানান।

কে/এমকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh