logo
  • ঢাকা রোববার, ১৭ জানুয়ারি ২০২১, ৩ মাঘ ১৪২৭

ছেলের মোটরসাইকেলে মা, ট্রাক চাপায় দুজনই নিহত

Killed Masood
নিহত মাসুদ
রাজশাহীর গোদাগাড়ীতে মোটরসাইকেল আরোহী মা ও ছেলে ট্রাক চাপায় নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে গোদাগাড়ী-নাচোল সড়কের জটাবটতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, গোদাগাড়ী পৌর এলাকার সুলতানগঞ্জ গাঙ্গোবাড়ীর শাহ আলমের স্ত্রী মাসুদা (৫৫) ও ছেলে মাসুদ (২৪)।

গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) খাইরুল ইসলাম বলেন, গোদাগাড়ী পৌর এলাকার সুলতানগঞ্জ গাঙ্গোবাড়ীর শাহ আলমের স্ত্রী মাসুদা ও ছেলে মাসুদ মোটর সাইকেল যোগে গোদাগাড়ীর দিকে আসছিল। এসময় নাচোলগামী ট্রাক সরাসরি মোটর সাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ছেলে মাসুদ মারা যায় এবং স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। নিহতের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে এবং ট্রাকটি আটক করা হয়েছে।

নিহত মাসুদ ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ের শেষ বর্ষের ছাত্র ছিল।

জিএ 

RTV Drama
RTVPLUS