• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

রংপুরে স্কুলছাত্রী ধর্ষণ: পিছিয়েছে এএসআই রায়হানুলের শুনানি

রংপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৯ অক্টোবর ২০২০, ১৯:৫৪
The accused is ASI Raihanul
আসামি এএসআই রায়হানুল

রংপুরের হারাগাছে স্কুল ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় প্রধান আসামি মহানগর ডিবি পুলিশের এএসআই রায়হানুল ইসলামকে বৃহস্পতিবার রংপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পিবিআই পুলিশ ৭ দিনের রিমান্ডের আবেদন করে। বিজ্ঞ বিচারক আগামী ৪ নভেম্বর রিমান্ড শুনানির দিন ধার্য করেন।

এদিকে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪ টার দিকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আসামি এএসআই রায়হানুলকে মাথায় হেলমেট পড়িয়ে পিবিআইয়ের গাড়ি থেকে নামিয়ে আদালতে তোলার সময় পুলিশ চারদিকে তাকে এমনভাবে ঘিরে রাখে যাতে ফটো সাংবাদিকরা ছবি তুলতে না পারে। এ সময় পুলিশ কোনো কারণ ছাড়াই একুশে টিভির ক্যামেরাম্যান আলী হায়দার রনি একাত্তর টিভির রাফি জিটিভির মুনীরকে ধাক্কা দিয়ে সিঁড়িতে ফেলে দেয়। এতে তারা আহত হয়। এ ছাড়াও যমুনা টিভিসহ বেশ কয়েকটি টেলিভিশনের ক্যামেরাম্যানদের ধাক্কাধাক্কি করে ফেলে দেয়। এরপর তারা আদালতে প্রবেশ পথের কলাপসিবল গেট বন্ধ করে দিয়ে ফটো সাংবাদিকদের সাথে চরম অসৌজন্যমূলক আচরণ ও গালাগাল দেয় বলে ফটো সাংবাদিকরা অভিযোগ করেন।

এদিকে আসামি রায়হানকে সরাসরি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সিগ্ধা রানীর আদালতে নিয়ে গিয়ে পুলিশ সরাসরি বিচারকের চেম্বারে নিয়ে যায়। শুধু তাই নয় ওই আদালতে আসামীদের প্রবেশও বাঁধা দেয় পুলিশ।

পরে পিবিআই রংপুরের পুলিশ সুপার জাঁকির হোসেন সাংবাদিকদের জানান তারা আসামিকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ডের আবেদন আদালতে দাখিল করেছে বিজ্ঞ বিচারক আগামী ৪ নভেম্বর রিমান্ড শুনানির দিন ধার্য করেন। পরে আসামিকে কারাগারে পাঠানো হয়।

জিএ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রতিদিন আমার খোঁজ নিতে হবে মামুনি : পূজা চেরি
মাকে ছাড়া কীভাবে থাকব : পূজা
সালাম মুর্শেদীর গুলশানের বাড়ি ছাড়ার হাইকোর্টের রায়ে স্থিতাবস্থা
চিত্রনায়িকা পূজা চেরির মা আর নেই
X
Fresh