• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

কালিয়াকৈরে মাদরাসা ছাত্রকে বলৎকার, শিক্ষক আটক

কালিয়াকৈর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৮ অক্টোবর ২০২০, ১৯:৩৫
গাজীপুরের ম্যাপ

গাজীপুরের কালিয়াকৈরে মাদরাসা ছাত্রকে বলৎকারের অভিযোগে মাদরাসার শিক্ষককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে সাহেবাবদ উপজেলায় এই ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, প্রতিদিনের মতো মাদরাসার আবাসিক শিক্ষক ও ছাত্ররা মঙ্গলবার রাতের খাবার খেয়ে ঘুমাতে যায়। রাত সাড়ে ১০টার দিকে শিক্ষক আজিজুল হক এক ঘুমন্ত শিশুকে টেনে-হেঁচড়ে তোলেন। পরে ওই শিক্ষকের কক্ষে নিয়ে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক তাকে বলৎকার করেন।

এরপর ওই ছাত্র কৌশলে ভোরে মাদরাসার ছাত্রাবাস থেকে পালিয়ে বাড়িতে চলে আসে। বিষয়টি তার বাবা মাকে জানালে তার বাবা মাসুদ রানা ছেলেকে নিয়ে থানায় আসেন এবং এ বিষয়ে একটি অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ মাদরাসা শিক্ষক আজিজুলকে আটক করে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে রাজদীঘি সাহেরার ফুল মাদরাসার ম্যানেজিং কমিটির সভাপতি এরশাদ হোসেনের কাছে সাংবাদিকরা জানতে চাইলে তিনি কোনো কথা না বলে পাশ কাটিয়ে চলে যান।

কালিয়াকৈর থানার তদন্ত (ওসি) রাজীব চক্রবর্তী জানান, অভিযোগের ভিত্তিতে রাজদীঘি সাহেরার ফুল মাদরাসার এক শিক্ষককে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

আরও পড়ুন:
পূজা দেখে ফেরার পথে গার্মেন্টসকর্মীকে ধর্ষণ করলো শ্রমিক লীগের নেতা
‘ধর্ম খালার’ সহযোগিতায় কলেজছাত্রীকে ধর্ষণের চেষ্টা
বাল্য বিবাহ: পাষণ্ড স্বামী নুর নাহারের লাশও দেখতে আসেনি

এসএম/এমকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh