• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

এক ঘণ্টার জন্য উপজেলা চেয়ারম্যান হলেন স্কুলছাত্রী (ভিডিও)

পঞ্চগড় প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৭ অক্টোবর ২০২০, ২০:৫২

পঞ্চগড় সদর উপজেলা পরিষদে এক ঘণ্টার জন্য প্রতীকী উপজেলা চেয়ারম্যান হলেন হাছনে হেনা মন নামে এক স্কুলছাত্রী। উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভাকে নারী বান্ধব করতে ও নারীর প্রতি সহিংসতা রোধে সুপারিশমালা তুলে ধরেন প্রতীকী দায়িত্ব পাওয়া ওই উপজেলা চেয়ারম্যান।

আজ ২৭ অক্টোবর (মঙ্গলবার) সকালে পঞ্চগড় সদর উপজেলা পরিষদের কার্যালয়ে এক ঘণ্টার জন্য প্রতীকী উপজেলা চেয়ারম্যান হিসাবে ওই স্কুলছাত্রী পঞ্চগড় সদর উপজেলা পরিষদ কার্যালয়ে উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলামের কাছ থেকে এক ঘণ্টার জন্য দায়িত্ব বুঝে নেন।

দায়িত্ব নেয়ার পর ১ ঘণ্টার জন্য তার অধীন হয় পুরো সদর উপজেলা পরিষদের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীরা। শুধু তাই নয় তিনি এ ঘণ্টায় উপজেলা পরিষদের বিভিন্ন কার্য সম্পাদনসহ তদারকিও করেন।

জানা যায়, প্রতীকী চেয়ারম্যান হওয়া স্কুলছাত্রী হাছনে হেনা মন পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী এবং ন্যাশনাল চিলড্রেন টান্সফোর্স (এনসিটিএফ) জেলা শাখার শাখার সাংগঠনিক সম্পাদক।