• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

নিজস্ব অর্থায়নে প্রকল্প বাস্তবায়নের তাগিদ সিটি করপোরেশনকে

আরটিভি নিউজ

  ২৭ অক্টোবর ২০২০, ১৭:৫৫
project, city corporation
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন

সিটি করপোরেশনগুলো বছরে বিভিন্ন ধরনের উন্নয়নমূলক প্রকল্প হাতে নিলেও সংস্থাগুলোর নিজস্ব অর্থায়নে ব্যয়ের সক্ষমতা কম। ভবিষ্যতে সিটি করপোরেশনের প্রকল্পগুলো নিজস্ব অর্থায়নে বাস্তবায়ন করতে সংস্থাগুলোকে অর্থনৈতিকভাবে স্বয়ংসম্পুর্ণ হওয়ার তাগিদ দিয়েছে সরকার।


মঙ্গলবার (২৭ অক্টোবর) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন নির্দেশ দেন। একনেকের বৈঠক শেষে পরিকল্পনা বিভাগের সিনিয়র সচিব আসাদুল ইসলাম সাংবাদিকদের এসব কথা বলেন।
গণভবন থেকে ভিডিও কনফারেন্সে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা। একনেকের অন্য সদস্যরা ছিলেন রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে।


পরিকল্পনা বিভাগের সিনিয়র সচিব বলেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকার ট্রাফিক অবকাঠামো উন্নয়নসহ সড়ক নিরাপত্তা প্রকল্প বাস্তবায়নে সরকারি তহবিল থেকে ৬৩ কোটি টাকা ব্যয়ের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। তবে এক্ষেত্রে তিনি বলেছেন, ভবিষ্যতে সিটি করপোরেশনগুলোকে অর্থনৈতিকভাবে স্বয়ংসম্পুর্ণ হতে হবে, যাতে প্রকল্প বাস্তবায়নে তারা বেশিরভাগ ব্যয় মেটাতে পারে। প্রধানমন্ত্রী আরও বলেছেন, কোনো প্রকল্প বাস্তবায়ন করতে গিয়ে যদি মামলা হয় তাহলে সংশ্লিষ্টদের দ্রুত ব্যবস্থা নিতে হবে। মামলার কারণে যাতে কোনোভাবেই প্রকল্প বাস্তবায়ন বাধাগ্রস্ত না হয়।

এফএ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের কাজ পুনরায় শুরুর বিষয়ে বৈঠক
জোরেশোরে চলছে কারওয়ান বাজার সরিয়ে নেওয়ার কাজ (ভিডিও)
নৌকা বাদ দিলেও ভোট চুরির প্রকল্প থেকে সরেনি সরকার: আমীর খসরু
মেয়াদ বাড়ল পদ্মা সেতু রেলসংযোগ প্রকল্পের
X
Fresh