• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

বেশি দামে আলু বিক্রি করায় চট্টগ্রামের ৮ আড়ত মালিককে জরিমানা (ভিডিও)

চট্টগ্রাম প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৭ অক্টোবর ২০২০, ১১:৪২

চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে বেশি দামে আলু বিক্রি করায় আটটি আড়তকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুকের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় তিনি বলেন, সরকার নির্ধারণ করে দিয়েছে পাইকারিতে ৩০ টাকা ধরে আলু বিক্রি করতে। কিন্তু রিয়াজবাজারে আড়তগুলোতে অভিযান পরিচালনা কালে দেখা গেছে অসাধু ব্যবসায়ীরা ১০ থেকে ২০ টাকা বেশি দামে আলু বিক্রি করছে।এছাড়া আড়তদারদের কাছে আলুর ক্রয় রশিদ এবং বিক্রয় রশিদ পাওয়া যায়নি। তাই তাদেরকে জরিমানা করা হয়েছে।

আড়তদাররা খুচরা বাজারে বিক্রির সময়ও বিক্রিয় রশিদ দেয়নি বলে খুচরা ব্যবসায়ীদের অভিযোগ ছিল। তার সত্যতা ও পাওয়া গেছে। এতেই বোঝা যাচ্ছে আড়তদাররা আলুর দাম বৃদ্ধির পায়তারা করছে এবং বেশি দামে বিক্রি করছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

জিএম

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হলিউড-বলিউড হার মানবে যাদের কাছে!
তিন ভাই-বোনকে গুলি করে হত্যা, ২ জনের মৃত্যুদণ্ড
বৃষ্টির সঙ্গে পড়ল ২৫০ গ্রাম ওজনের শিলা
চবির শাটল ট্রেনে কাটা পড়ে কিশোরের মৃত্যু
X
Fresh