• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে নির্যাতনের বর্ণনা দিলো শিশুরা

নড়াইল প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৬ অক্টোবর ২০২০, ১৬:০৯
Children in the deputy commissioner's office
জেলা প্রশাসকের কার্যালয়ে শিশুরা

নড়াইলে সরকারি শিশু পরিবার কর্তৃপক্ষের বিরুদ্ধে সেখানে থাকা শিশুদের উপর নানা রকম নির্যাতনের অভিযোগ উঠেছে।

সোমবার (২৬অক্টোবর) দুপুরে শিশুরা দলবেঁধে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে অবস্থান নেয়। নির্যাতন থেকে প্রতিকার পেতে।

শিশুরা জানায়, শিশু পরিবার কর্তৃপক্ষ দীর্ঘদিন যাবত তাদের নিম্নমানের খাবার পরিবেশনসহ তারা নানা নির্যাতন এবং অবহেলার শিকার হয়ে আসছে।

সর্বশেষ রোববার (২৫ অক্টোবর) রাতে একজন শিশু অসুস্থ হয়ে পড়লে তার চিকিৎসা করানো নিয়ে গাফিলতির কারণে কর্তৃপক্ষের সঙ্গে শিশুদের বিরোধ বাঁধে। এর জেরে শিশুরা জেলা প্রশাসক কার্যালয়ে চত্বরে গিয়ে একত্রিত হয়।

সেখানে তারা অবস্থানের এক পর্যায়ে জেলা প্রশাসক খবর পেয়ে তাঁর অফিসে পৌঁছে শিশুদের কাছে সব বিষয় শুনে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলে শিশুরা পরিবারের কাছে ফিরে যায়।

অভিযোগের বিষয়ে নড়াইল জেলা প্রশাসক আনজুমান আরা বলেন, শিশুদের অভিযোগ গুলো শুনেছি। সেগুলো খতিয়ে দেখা হবে এবং সমস্যার সমাধান করা হবে।

উল্লেখ্য, নড়াইল সরকারি শিশু পরিবারে ৬৬ জন শিশু বসবাস করে।

জিএম/জিএ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এক পা নিয়ে জন্ম নিলো শিশু, পরিবারের পাশে জেলা প্রশাসন
কারওয়ান বাজার স্থানান্তরের প্রক্রিয়া শুরু, সরানো হচ্ছে ডিএনসিসি কার্যালয়
জাহাজ ছিনতাইয়ে শিশুদের কাজে লাগাচ্ছে সোমালিয়ার জলদস্যুরা
হাবিপ্রবিতে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
X
Fresh