• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

রায়হান হত্যা: কনস্টেবল টিটুকে আরও ৩ দিনের রিমান্ড (ভিডিও)

সিলেট প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৫ অক্টোবর ২০২০, ১৬:৩৮
Raihan murder
রায়হান আহমদ

সিলেটের বন্দরবাজার ফাঁড়িতে পুলিশি নির্যাতনে নিহত রায়হান হত্যা মামলায় গ্রেপ্তারকৃত কনস্টেবল টিটু চন্দ্র দাসকে আবারও ৩ দিনের রিমান্ডে নিয়েছে পিবিআই। এর আগে ৫ দিনের রিমান্ডে ছিলেন তিনি।

রোববার (২৫ অক্টোবর) দুপুরে মহানগর হাকিম প্রথম'র বিচারক মো. জিয়াদুর রহমানের আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআই পরিদর্শক মহিদুল ইসলাম টিটু চন্দ্রের ৫ দিনের রিমান্ড আবেদন করলে বিচারক ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ২০ অক্টোবর পুলিশ লাইন্স থেকে টিটুকে গ্রেপ্তার করে ৫ দিনের রিমান্ডে নেয় পিবিআই।

অন্যদিকে রায়হান হত্যা মামলায় গ্রেপ্তারকৃত কনস্টেবল হারুন রশিদকে শনিবার ৫ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

এছাড়া ছেলে হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে আজ আমরণ অনশনে বসেছেন রায়হান আহমদের মা সালমা বেগম।

আরও পড়ুনঃ

অনশনে রায়হানের মা

রায়হান হত্যা: আরেক পুলিশ সদস্য গ্রেপ্তার

রায়হান হত্যা মামলার মূল আসামি শনাক্ত, শীঘ্রই ধরা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

উল্লেখ্য, ১১ অক্টোবর বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনের পর সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৭টা ৫০ মিনিটে রায়হানের মৃত্যু হয়। পরদিন রাতে অজ্ঞাতনামাদের আসামি করে পুলিশি হেফাজতে মৃত্যু আইনে এসএমপির কোতোয়ালি মডেল থানায় মামলা করেন রায়হানের স্ত্রী। মামলাটি পিবিআইতে স্থানান্তর হয়। এ ঘটনায় গত ২০ অক্টোবর বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে রায়হান আহমদ হত্যা মামলায় ওই ফাঁড়ির পুলিশ কনস্টেবল টিটু চন্দ্র দাসকে গ্রেপ্তারের পর পাঁচদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

জিএ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অস্ত্রধারী ২২ রোহিঙ্গা ৩ দিনের রিমান্ডে
বিএনপি নেতা নবী ৩ দিনের রিমান্ডে
X
Fresh