• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

৩৪তম স্প্যান বসলো, পদ্মা সেতুর ৫ হাজার ১০০ মিটার দৃশ্যমান (ভিডিও)

মুন্সীগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৫ অক্টোবর ২০২০, ১০:৫৩

পদ্মা সেতুতে ৩৪তম স্প্যান বসানো হয়েছে। এতে সেতুর ৫ হাজার ১০০ মিটার দৃশ্যমান হলো।

আজ রোববার (২৫ অক্টোবর) সকালে ১০টার দিকে মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে ৭ ও ৮ নম্বর খুঁটিতে এই স্প্যানটি স্থাপন করা হয়।

এর আগে গতকাল শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে লৌহজংয়ের মাওয়া কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে ৩ হাজার ৬০০ টন ওজন ধারণ ক্ষমতা সম্পন্ন ভাসমান ক্রেন তিয়ান-ই ৩ হাজার ১৪০ টন ওজনের ধূসর রঙ এর ১৫০ মিটার দৈর্ঘ্যের ৩৪ তম স্প্যানটি নিয়ে রওনা হয়। বিকেল সোয়া ৫ টার দিকে নির্ধারিত ৭ ও ৮ নাম্বার পিলারের (পিয়ারের) সামনে এসে পৌঁছে। পরে চলে নোঙরের কাজ। বৈরি আবহাওয়া কারণে গতকাল স্প্যান বসানো সম্ভব হয়নি।

গত ২০ অক্টোবর বসানো হয় সেতুর ৩৩তম স্প্যান। এছাড়াও গত ১০ জুন বসানো হয় পদ্মা সেতুর ৩১তম স্প্যানটি। তার চার মাস পর ১১ অক্টোবর বসানো হয় পদ্মা সেতুর ৩২ তম স্প্যানটি।