রেইনট্রি গাছের সঙ্গে ধাক্কা, প্রাইভেটকার উল্টে চালক নিহত
প্রকাশ | ২৩ অক্টোবর ২০২০, ১৬:৩৯ | আপডেট: ২৩ অক্টোবর ২০২০, ১৭:১২

গোপালগঞ্জে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালক শাহিন মোল্লা (৩০) নিহত হয়েছে। এ সময় প্রাইভেটকারে থাকা দু’জন যাত্রী আহত হয়।
আজ শুক্রবার সকালে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার ধূসর ব্রিজের কাছে এ সড়ক দুর্ঘটনাটি ঘটে।
নিহত শাহিন মোল্লা ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার আতালিয়া গ্রামের আয়ূব আলী মোল্লার ছেলে।
কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মলয় রায় জানান, ওই প্রাইভেটকারে ভাঙ্গা থেকে নন্দন দত্ত (২৩) ও কার্তিক মণ্ডল (২৪) খুলনা যাচ্ছিলেন। তাদের প্রাইভেটকারটি ধূসর ব্রিজের কাছে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পার্শ্ববর্তী রেইনট্রির সাথে ধাক্কা লেগে দুমড়ে মুচড়ে যায়। এতে চালকসহ ৩ জন আহত হয়। আহত ৩ জনকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর প্রাইভেটকার চালকের মৃত্যু হয়। আহত নন্দন ও কার্তিককে গোপালগঞ্জ ২৫০শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাইভেটকার চালকের লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
জিএ