• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

ভূমিধসের শঙ্কায় পাহাড়ে মাইকিং, খোলা হয়েছে আশ্রয়কেন্দ্র

চট্টগ্রাম প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৩ অক্টোবর ২০২০, ১৫:৪৫
Miking in the mountains for fear of landslides
ভূমিধসের শঙ্কায় পাহাড়ে মাইকিং

নিম্নচাপের প্রভাবে ভারী বর্ষণে চট্টগ্রাম নগরীতে পাহাড়ধসের আশঙ্কায় ঝুঁকিপূর্ণভাবে বসবাসরত লোকজনকে নিরাপদ স্থানে সরাতে মাইকিং করছে চট্টগ্রাম জেলা প্রশাসন। বৃহস্পতিবার থেকেই জেলা প্রশাসকের নির্দেশে এই মাইকিং করা হচ্ছে।

চট্টগ্রাম জেলা প্রশাসকের স্টাফ অফিসার রাজিব হোসাইন জানিয়েছেন, একইসঙ্গে এসব ঝুঁকিপূর্ণদের জন্য পাহাড়তলী, খুলশী, বাঁকলিয়া, চান্দগাঁও, আগ্রাবাদ ও কাট্টলীতে খোলা হয়েছে মোট ১৫টি আশ্রয়কেন্দ্র। এছাড়া স্থানীয় মসজিদ-মাদরাসা থেকেও নিয়মিত মাইকিং করা হচ্ছে বলে জানা গেছে।

ঝুঁকিপূর্ণস্থানে বসবাসরতদের জন্য যেসব স্থানে আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে সেগুলো হলো- কাট্টলী সার্কেলের অধীন পাহাড়তলী, ফয়েজ লেক, আকবর শাহ, কৈবল্যধাম, খুলশী জালালাবাদ ও চন্দ্রনগর। এসব এলাকার নিম্নোক্ত প্রতিষ্ঠানগুলোকে অস্থায়ী আশ্রয় কেন্দ্র হিসেবে প্রস্তুত রয়েছে।

আশ্রয়কেন্দ্রগুলো হলো- পি ব্লক সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফিরোজ শাহ প্রাথমিক বিদ্যালয়, বায়তুল ফালাহ আদর্শ মাদরাসা, পাহাড়তলি গার্লস স্কুল এন্ড কলেজ, চট্টগ্রাম মডেল স্কুল এন্ড কলেজ (খুলশী জালালাবাদ বাজার সংলগ্ন শেড)।

আগ্রাবাদ সার্কেলের অধীন নিম্নোক্ত প্রতিষ্ঠানগুলোকে অস্থায়ী আশ্রয় কেন্দ্র হিসেবে প্রস্তুত রয়েছে। লালখান বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়: (লালখান বাজার), শহীদ নগর উচ্চ বিদ্যালয়:(লালখান বাজার), ওয়াই ডব্লিউ সি এ(ণডঈঅ) (পোড়া কলোনীর মুখে), শেখ রাসেল প্রাথমিক বিদ্যালয় (গরীব উল্লাহ হাউজিং সোসাইটি), মতিঝর্ণা ইউসেফ স্কুল (একে খান পাহাড়)।

চান্দগাও সার্কেলাধীন আমিন জুট মিলস সংলগ্ন পাহাড়, ভেড়া ফকিরের পাহাড়, ট্যাংকির পাহাড় এলাকার জন্য নিম্নলিখিত আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে- রউফাবাদ রশিদিয়া মাদরাসা বাকলিয়া সার্কেলাধীন মতিঝর্ণা, বাটালি হিলস্থ ঝুঁকিপূর্ণ জায়গায় নিম্নোক্ত আশ্রয়কেন্দ্র প্রস্তুত আছে। শহিদ নগর সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় (লাল খান বাজার), লাল খান বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, এবাদ উল্লাহ পণ্ডিত প্রাথমিক বিদ্যালয় এনায়েত বাজার, কলিম উল্লাহ মাস্টার সরকারি প্রাথমিক বিদ্যালয় এনায়েত বাজার।

জিএ/এম

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভৈরবে বোরো ধানের বাম্পার ফলন, শঙ্কায় কৃষক
যেসব জায়গায় শিলাবৃষ্টির আশঙ্কা
বৃষ্টির সম্ভাবনা নেই, মঙ্গলবার থেকে তাপমাত্রা আরও বাড়ার আশঙ্কা
ইজারা নিয়ে সংঘর্ষের আশঙ্কায় ছাতকে ১৪৪ ধারা জারি 
X
Fresh