• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

পদ্মার পারে রাতের আঁধারে অবাধে বিক্রি হচ্ছে ইলিশ

শিবচর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২২ অক্টোবর ২০২০, ১৭:২৬
Padma River,
ছবি- আরটিভি নিউজ।

নিষেধাজ্ঞা অমান্য করে মাদারীপুরের শিবচরে পদ্মার পারে আবাদেই বিক্রি হচ্ছে ইলিশ। রাতের আঁধারে মা ইলিশ বেচা-কেনায় পদ্মা নদীর পারে ক্রেতা-বিক্রেতাদের ভিড় পড়ে যায়।

জেলেদের খাবার পরিবেশনে হোটেল থেকে চায়ের দোকান সবই রয়েছে সেখানে। যে যার মতো দামাদামি করেই ক্রয় বিক্রয় করতে পারছেন। রয়েছে মাছের পাইকারও।

তারা ট্রলার থেকে জেলেদের কাছে থেকে মাছ ক্রয় করে নদী পারে এসে নির্ভয়ে বিক্রি করছে।

বৃহস্পতিবার (২২অক্টোবর দিবাগত) রাতে শিবচরে বন্দোরখোলা ইউনিয়নের মোড়ল কান্দী গ্রামের নদীর পারে দেখা যায় এই চিত্র। যদি ও প্রশাসনের পক্ষ থেকে নদীতে অভিযান অব্যাহত রয়েছে।

মাদারীপুরের জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ বলেন, আমরা কঠোরভাবে এ বছর অভিযান পরিচালনা করছি। আমাদের অভিযান অব্যাহত রয়েছে। এরপরে ও কিছু জেলেরা আমাদের চোখের আড়ালে মা ইলিশ ধরে নদী পারে এসে বিক্রি করছে। আমরা নদী ও স্থল পথগুলোতে এখন অভিযান জোরদার করবো।

এম

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা দিলো যুক্তরাষ্ট্র
‘এক বন্ধুকে খুশি করতে অন্যের বিরাগভাজন হতে পারি না’
ইরানের ওপর নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নিল ইইউ
ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করবে ইইউ
X
Fresh