• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

পদ্মায় নৌকা ডুবে দুই শ্রমিক নিখোঁজ

পাবনা প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২২ অক্টোবর ২০২০, ০৮:২৯
Two workers are missing, after their boat sank, rtv news
ছবি সংগৃহীত

পাবনা সদর উপজেলার চরতারাপুর এলাকার পদ্মা নদীতে নৌকা ডুবে শুকুর আলী (৪৫) ও তোফাজ্জল হোসেন (৫০) নামের দুই কৃষি শ্রমিক নিখোঁজ হয়েছেন। গতকাল বুধবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে।

চরতারাপুর ইউনিয়নের চেয়ারম্যান রবিউল ইসলাম টুটুল ঘটনার সত্যতা স্বীকার করে আরটিভি নিউজকে জানান, আগাম জাতের পেঁয়াজ লাগানোর জন্য চরতারাপুর থেকে ৫০/৬০ জন শ্রমিক পদ্মা পাড়ি দিয়ে বাহিরচরে কাজ করতে যান।

কাজ শেষে ৪০ থেকে ৫০ জন শ্রমিক একটি নৌকায় করে বিকেলে বাড়ি ফিরছিল। নৌকাটি চরতারাপুর গোরস্থানসংলগ্ন এলাকায় ডুবে যায়।

এ সময় অন্যরা সাঁতরে তীরে উঠতে পারলেও শুকুর ও তোফাজ্জল নিখোঁজ রয়েছেন। অনেক খোঁজাখুঁজি করেও তাদের পাওয়া যায়নি। আহতদের মধ্যে প্রায় ২০ জন শ্রমিককে সুজানগর ও পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পাবনা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আনোয়ার হোসেন আরটিভি নিউজকে জানান, বৃহস্পতিবার সকালে রাজশাহী থেকে ডুবুরি দল পাবনায় আসার পর উদ্ধার কাজ শুরু করবেন।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাগরে নিখোঁজ যুবকের মরদেহ মিলল সৈকতে
পাবনায় সর্বহারা পার্টির সাবেক সদস্যকে গুলি করে হত্যা
ঈশ্বরদীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ 
৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বেগুন
X
Fresh