• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

পাবনায় পৌর মেয়রের মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ 

পাবনা প্রতিনিধি,  আরটিভি নিউজ

  ২১ অক্টোবর ২০২০, ২৩:২৯
Pabna,
মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ।

পাবনা বেড়া পৌরসভার বরখাস্তকৃত মেয়র আব্দুল বাতেনের বিরুদ্ধে বেড়া উপজেলা নির্বাহী অফিসারের করা মামলা প্রত্যাহার চেয়ে বিক্ষোভ মিছিল করেছে করমজা (চতুর) বাজারের বণিক সমিতির ব্যবসায়ীরা।

বুধবার সন্ধ্যায় সাঁথিয়ার করমজা বাজারের ব্যবসায়ীরা এ বিক্ষোভ মিছিল করেন।

করমজা বণিক সমিতির সভাপতি মিজানুর রহমান উকিলের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি বাজার এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চৌ-মাথায় এক সমাবেশে মিলিত হয়।

বিক্ষোভ সমাবেশে মিজানুর রহমান উকিলের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাঁথিয়া উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আ. হাকিম, জেলা পরিষদের সদস্য হাকিম বক্স ব্যবসায়ী সরদার আবু সাঈদ।

এ সময় বক্তারা বরখাস্তকৃত বেড়া পৌর মেয়র আব্দুল বাতেনের বিরুদ্ধে করা মামলাকে ষড়যন্ত্রমূলক বলে আখ্যা দেন। এ মামলা অবিলম্বে প্রত্যাহারের আহ্বান জানান।

বণিক সমিতির সভাপতি মিজানুর রহমান উকিল আরটিভি নিউজকে বলেন, বেড়া পৌর মেয়রের বিরুদ্ধে করা মামলার প্রতিবাদে আগামী বৃহস্পতিবার বেড়া ও করমজা বাজারের সকল দোকান ব্যবসায় প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দেয়া হয়েছে।

এম

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিরাপত্তা প্রাচীর ভেঙে বিমানবন্দরে বাস, প্রকৌশলী নিহত
মোস্তাফিজের ইস্যুতে বিসিবিকে ধুয়ে দিলেন ভারতের সাবেক তারকা
রজতজয়ন্তী মাহেন্দ্রক্ষণের অপেক্ষায় অধ্যাপক আবদুল মজিদ কলেজ
মন্ত্রণালয়ে সভা করে ধানের দাম নির্ধারণ করা হবে : কৃষিমন্ত্রী
X
Fresh