• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

বরিশালে ম্যাজিস্ট্রেট ও পুলিশের ওপর জেলেদের হামলা

বরিশাল প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২১ অক্টোবর ২০২০, ১৩:১১
Fishermen attack, magistrate, rtv news
বরিশাল

বরিশালে ইলিশ রক্ষা অভিযানে হামলা চালিয়েছে জেলেরা। এতে দুই পুলিশ সদস্যসহ আহত তিনজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার চন্দ্রমোহন ইউনিয়নের তেঁতুলিয়া নদীসংলগ্ন খালে এ ঘটনা ঘটে।

বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনিবুর রহমান আরটিভি নিউজকে জানান, ইলিশ শিকারের গোপন সংবাদে খবর পেয়ে চন্দ্রমোহন ইউনিয়ন নদীসংলগ্ন খালে অতিরিক্ত পুলিশ কমিশনার জাকারিয়া জিকু, সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সঞ্জীব সন্যামতসহ বন্দর থানার ১০ পুলিশ সদস্য নিয়ে অভিযান চালানো হয়।

এ সময় কিছু সুতি জাল ও কারেন্ট জাল উদ্ধার করা হয়। হঠাৎ খালের দুই পাশ থেকে অতর্কিতভাবে আমাদের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। এতে দুই পুলিশ কনস্টেবল ও স্পিডবোটের ড্রাইভার আহত হন।

পরে আমরা জানতে পেরেছি ওই ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের জেলেরা এই হামলা চালিয়েছে। এত অভিযান চালিয়েও ইলিশ শিকার বন্ধ করা যাচ্ছে না। আমরা সাধ্য অনুযায়ী কাজ করছি।

বিএমপি'র অতিরিক্ত পুলিশ কমিশনার জাকারিয়া জিকু জানান, এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কেন ইরানের ইস্পাহানকেই টার্গেট করল ইসরায়েল 
ইরানে বিস্ফোরণ: মার্কিন গণমাধ্যম বলছে ইসরায়েল হামলা করেছে
ইসরায়েলি হামলার প্রতিশোধের বিষয়ে যা জানাল ইরান
তেহরানে বিমান চলাচল স্বাভাবিক
X
Fresh