• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

কলারোয়ায় ৪ খুন: আরও তিন আসামি গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
  ২১ অক্টোবর ২০২০, ১২:২৯
কলারোয়ায় ৪ খুন: আরও তিন আসামি গ্রেপ্তার
ফাইল ছবি

সাতক্ষীরার কলারোয়ায় উপজেলায় খলশী গ্রামের দুই সন্তানসহ স্বামী-স্ত্রীকে কুপিয়ে ও গলা কেটে হত্যার ঘটনায় আরও তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআিইডি)।

মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয় তাদের।

বুধবার (২১ অক্টোবর) সকালে তাদের জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিন করে রিমান্ডের আবেদন করা হবে বলে জানিয়েছেন সাতক্ষীরা সিআইডির পুলিশ সুপার (এসপি) আনিচুর রহমান।

আটককৃতরা হলেন- কলারোয়া উপজেলার খলসি গ্রামের আসাদুল ইসলাম (২৭), আবুল কাশেমের ছেলে আব্দুল মালেক (৩৫), ও একই গ্রামের আব্দুস সামাদের ছেলে আব্দুর রাজ্জাক (২৮)। এদের মধ্যে রাজ্জাক ও মালেক নিহত শাহিনুরের প্রতিবেশী এবং আসাদুল ইসলাম নিহত শাহিনুরের হ্যাচারির কর্মচারী।

সাতক্ষীরার কলারোয়া আদালতের পুলিশ উপ-পরিদর্শক (এসআই) কায়েস মাহমুদ জানান, আদালতে পাঠানোর প্রতিবেদনে বলা হয়েছে যে, রিমাণ্ডে নেয়া রায়হানুল হকের জবানবন্দি অনুযায়ী ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

উল্লেখ্য, গেল ১৫ অক্টোবর ভোররাতে কলারোয়া উপজেলার হেলাতলা ইউনিয়নের খলিসা গ্রামের শাহাজান আলীর ছেলে মৎস্য হ্যাচারি মালিক শাহিনুর, স্ত্রী সাবিনা খাতুন, ছেলে সিয়াম হোসেন মাহী ও মেয়ে তাসনিম সুলতানাকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা।

এই হত্যাকাণ্ডের ঘটনায় নিহত শাহিনুর রহমানের ভাই রায়হানুল ইসলামসহ এখন পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করেছে সিআইডি।

জিএম/এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চুয়েট শিক্ষার্থী নিহতের ঘটনায় ঘাতক বাসচালক গ্রেপ্তার
কাফরুলে বাসাবাড়িতে দেহ ব্যবসার অভিযোগ, গ্রেপ্তার ৭
ইসরায়েলবিরোধী বিক্ষোভে উত্তাল মার্কিন বিশ্ববিদ্যালয়গুলো, গণগ্রেপ্তার
যুক্তরাষ্ট্র থেকে দেশে আসা গাঁজার চকলেট-কেক জব্দ, গ্রেপ্তার ৩
X
Fresh