• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

কুড়িগ্রামে হত্যার দায়ে একজনের ফাঁসির আদেশ

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম, আরটিভি নিউজ

  ২০ অক্টোবর ২০২০, ১৬:৩৫
Execution order, for murder, rtv news
আদালত

কুড়িগ্রামের নাগেশ্বরীতে এক প্রতিবেশীকে হত্যার দায়ে অপর একজনের ফাঁসির আদেশ দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত।

মঙ্গলবার দুপুরে বিজ্ঞ বিচারক মো. আব্দুল মান্নান এ রায় ঘোষণা করেন।

আদালত সূত্রে জানা যায়, ২০০৮ সালের ২৫ জানুয়ারি রাত এগারোটার দিকে জেলার নাগেশ্বরী উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের কুটি বামনডাঙ্গা গ্রামে পারিবারিক বিরোধের জেরে দুই পক্ষের সালিশ বৈঠকে আসামি মাহালম মিয়া (৪৮) নিজের সঙ্গে রাখা দা দিয়ে প্রতিপক্ষ আমিনুর ইসলামকে (২৩) মাথায় ও বাহুতে কোপ দেন। এ সময় দায়ের কোপে ঘটনাস্থলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে গুরুতর আহত অবস্থায় আমিনুরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

পরে সালিশে বসা লোকজন মাহালমকে আটক করে পুলিশে সোপর্দ করে। মাহালম ওই গ্রামের মৃত বাসক শেখের ছেলে এবং নিহত আমিনুর ইসলাম একই গ্রামের মনছের আলীর ছেলে।

পরে এ ব্যাপারে মামলা হলে দীর্ঘ এক যুগ পর মঙ্গলবার দুপুরে কুড়িগ্রাম জেলা ও দায়রা জজ আদালতে একমাত্র আসামি মাহালমের অনুপস্থিতে তাকে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেন। এখনও আসামি মাহালম পলাতক রয়েছেন।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কুড়িগ্রামের অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করে সন্তুষ্ট ভুটানের রাজা
কুড়িগ্রাম যাচ্ছেন ভুটানের রাজা
ফরিদপুরে স্কুলশিক্ষার্থী অন্তর হত্যায় ৩ জনের ফাঁসি
কুমিল্লার হোমনায় স্বামীকে হত্যা, স্ত্রীসহ ৪ জনের মৃত্যুদণ্ড
X
Fresh