logo
  • ঢাকা রোববার, ০৬ ডিসেম্বর ২০২০, ২১ অগ্রহায়ণ ১৪২৭

স্বাস্থ্যসেবা নিশ্চিতের কোনও বিকল্প নেই: সায়মা ওয়াজেদ

There is no alternative, to ensuring healthcare, rtv news
সায়মা ওয়াজেদ হোসাইন
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতের কোনও বিকল্প নেই। বললেন বাংলাদেশ ন্যাশানাল অ্যাডভাইজারি কমিটি অব অটিজম অ্যান্ড নিউরো ডেভেলপমেন্ট ডিজ অর্ডারের সভাপতি সায়মা ওয়াজেদ হোসাইন।

২৮তম ‘বিশ্ব মানসিক স্বাস্থ্য’ দিবস উপলক্ষে সিআরপি আয়োজিত ‘ আ ডে সেন্টার ফর পিপল উইথ মেন্টাল হেলথ নিডস: আ মডেল কেয়ার অব বাংলাদেশ’ শীর্ষক ওয়েবিনারে তিনি একথা বলেন। ‘মানসিক স্বাস্থ্য বিনিযোগ’ এ বছর দিবসটির থিম।

সিআরপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল সোমবার এ কথা জানানো হয়।

প্রধান অতিথি সায়মা ওয়াজেদ হোসাইন মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সবার সহযোগিতা কামনা করেন। তিনি বাংলাদেশের হেলথ প্রফেশনাল বা থেরাপিস্ট প্রতিবন্ধী ব্যক্তি বা মানসিক সমস্যাগ্রস্ত ব্যক্তিদের হলিস্টিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সল্প সম্পদের মাধ্যমে সর্বোচ্চ সেবা নিশ্চিত করার আহ্বান জানান।

জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ড. হেলাল উদ্দিন আহমেদ, সিআরপি প্রজেক্ট কো-অর্ডিনেটর অব অকুপেশনাল থেরাপি এডুকেয়ার সেন্টার ফর পিপল উইথ মেন্টাল হেলথ নিডসের রাজিয়া সুলতানা প্রমুখ অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়েবিনারে সিআরপির প্রতিষ্ঠাতা ভ্যালেরি এ টেইলর। এতে বিশেষ অতিথি ছিলেন নিউরো ডেভেলপমেন্টাল ডিজ-অ্যাবিলিটি ট্রাস্টের চেয়ারম্যান অধ্যাপক গোলাম রব্বানী।

জেবি

RTVPLUS