• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

চট্টগ্রামে নৌযান ধর্মঘট শুরু রাত ১২টা থেকে

আরটিভি নিউজ, চট্টগ্রাম

  ১৯ অক্টোবর ২০২০, ২১:৩৩
চট্টগ্রামে নৌযান ধর্মঘট শুরু রাত ১২টা থেকে
ফাইল ছবি

প্রত্যেক শ্রমিককে মালিক কর্তৃক নিয়োগপত্র, পরিচয়পত্র প্রদান, খাদ্যভাতা প্রদান, নাবিক কল্যাণ তহবিল গঠন, নৌ পথে সন্ত্রাস, চাঁদাবাজি বন্ধসহ ১১ দফা দাবিতে নৌযান ধর্মঘটের ডাক দিয়েছে নৌ শ্রমিক অধিকার সংরক্ষণ পরিষদ।

সোমবার (১৯ অক্টোবর) রাত ১২টা থেকে সব ধরনের নৌযানের পণ্য পরিবহন বন্ধ হয়ে যাবে বলে জানিয়েছেন
লাইটারেজ জাহাজ শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি নবী আলম।

সংগঠনের নেতারা বলেন, শ্রমিকদের বেতনের বাইরে খোরাকী ভাতা দেয়ার জন্য লাইটার জাহাজ মালিকদের প্রতি দীর্ঘদিন দাবী জানিয়ে আসছিলেন তারা। এ দাবী আদায়ের লক্ষ্যে গত বছরের নভেম্বরে ধর্মঘট চলাকালীন এক বৈঠকে দাবী মেনে নেয়ার শর্তে কর্মসূচী প্রত্যাহার করা হয়।

দীর্ঘ এক বছরেও শ্রমিকদের দাবী পূরণ না করায় লাগাতার ধর্মঘটের ডাক দেয়া হয়েছে। এছাড়াও পর্যায়ক্রমে বাকি দফাগুলোও মেনে নেয়ার কথা ছিল। কিন্তু তা এখনো মেনে নেয়া হয়নি বলে জানান শ্রমিক নেতারা। নৌযান ধর্মঘট শুরু হলে লাইটার জাহাজে করে পণ্য আনা নেয়া সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে। যাত্রীবাহী নৌযান সমূহ এই কর্মসূচীর আওতামুক্ত থাকবে বলে জানিয়েছেন শ্রমিক নেতারা।

জিএম/এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh