• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

টঙ্গীতে চাঁদার দাবিতে ব্যবসায়ীকে গুলি,আটক ১

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৮ অক্টোবর ২০২০, ১৭:৫৫
Businessman, shot dead, rtv news
টঙ্গী

গাজীপুরের টঙ্গীতে চাঁদার দাবিতে এক ব্যবসায়ীকে গুলি করে আহত করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার রাত ৯ টায় মিল গেইট এলাকায় এ ঘটনা ঘটে।

দুর্বৃত্তদের ছোড়া গুলিতে আহত হন হাসান (৩০) নামের এক ব্যবসায়ী। তিনি মিল গেইট এলাকায় বর্জিত তুলার ব্যবসা পরিচালনা করে আসছিলেন।

আহত অবস্থায় রাতে হাসানকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয় । এ ঘটনায় স্থানীয়রা হুমায়ন কবির (৩০) আটক করে পুলিশে সোপর্দ করে। আটককৃত লক্ষ্মীপুর জেলার বশিকপুর গ্রামের মোশারফ হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন আগে মসজিদ উন্নয়নের কথা বলে হাসানের মুঠোফোনে কয়েক লাখ টাকা চাঁদা (দান) চাওয়া হয়। হাসান চাঁদা দিতে রাজি না হলে শনিবার রাতে তিন চাঁদাবাজ তার ব্যবসা প্রতিষ্ঠানে আসেন। এরই একপর্যায়ে তাদের কাছে থাকা পিস্তল দিয়ে গুলি করে পালাতে চেষ্টা করলে একজনকে আটক করে স্থানীয়রা। টঙ্গী পশ্চিম থানা পুলিশের পরিদর্শক (ওসি) এমদাদুল হক বলেন, এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গণপিটুনিতে ২ জনের মৃত্যু
কাভার্ডভ্যানের ধাক্কায় যুবক নিহত
সেই ইজিবাইকচালকের পাশে দাঁড়াল র‌্যাব
ট্রেনে কাটা পড়ে যুবক নিহত
X
Fresh