Mir cement
logo
  • ঢাকা বৃহস্পতিবার, ০২ ডিসেম্বর ২০২১, ১৭ অগ্রহায়ণ ১৪২৮

চাঁপাইনবাবগঞ্জে ট্রাকচাপায় দুই বোনের মৃত্যু

Two sisters killed, in truck accident, rtv news
সড়ক দুর্ঘটনা

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী দুই নারীর মৃত্যু হয়েছে।

আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের সোমাসজিদের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, চাঁপাইবাবগঞ্জ সদর উপজেলার চর বাসুদেবপুর গ্রামের বিজিবি সদস্য রজব আলীর স্ত্রী মাসরুফা খাতুন (২৫) ও তার শ্যালিকা খাদিজা খাতুন (১৫)। রজন আলী ঢাকায় বিজিবিতে কর্মরত আছেন।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ আরটিভি নিউজকে জানান, বিজিবি সদস্য রজব আলী তার স্ত্রী, শ্যালিকা ও কন্যা শিশুকে নিয়ে মোটরসাইকেলে করে সোনামসজিদ এলাকায় ঘুরতে আসছিলেন।

মোটরসাইকেলটি সোনামসজিদের কাছে পৌঁছলে একটি ট্রাক তাদের চাপা দেয়। এখানে ঘটনাস্থলেই মাসরুফা খাতুন ও তার বোন খাদিজার মৃত্যু হয়।

তবে তাদের দুই বছরের শিশু কন্যা জান্নাতুন ফেরদৌসী রাইশা অক্ষত আছে।

ওসি আরও জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহগুলো উদ্ধার করেছে। ট্রাক ও তার চালককে আটকে পুলিশ অভিযান শুরু করেছে।

জেবি

মন্তব্য করুন

RTV Drama
RTVPLUS