• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

পঞ্চগড়ে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা নারীকে ধর্ষণের চেষ্টা

পঞ্চগড় প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৮ অক্টোবর ২০২০, ১৫:১৯
Attempt to rape, a five-month pregnant woman, rtv news
ধর্ষণচেষ্টায় অভিযুক্ত আলম

পঞ্চগড় সদর উপজেলায় পাঁচ মাসের এক অন্তঃসত্ত্বা নারীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে মো. আলম (৪২) নামে এক ব্যক্তির বিরুদ্ধে।

গতকাল শনিবার রাতে ওই অন্তঃসত্ত্বা নারী বাদী হয়ে সদর থানায় অভিযুক্ত আলমের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা করেছেন।

তবে ঘটনার পর থেকে অভিযুক্ত আলমসহ তার পরিবার ওই অন্তঃসত্ত্বা পরিবারকে বিভিন্ন হুমকি দিচ্ছে বলে অভিযোগ ভুক্তভোগী ওই অন্তঃসত্ত্বা নারীর পরিবার।

জানা গেছে, অভিযুক্ত মো. আলম জেলা সদর উপজেলাধীন পৌরসভাস্থ পৌরসভাধীন তুলার ডাঙা এলাকার নিজাম উদ্দিনের ছেলে। আলম পেশায় একজন টিউবওয়েল মিস্ত্রী।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ওই অন্তঃসত্ত্বা নারী ও তার স্বামী বাড়ির সামনে রাস্তার পাশে একটি চায়ের দোকান করতো। গেলো বৃহস্পতিবার রাত ১০ টায় ওই অন্তঃসত্ত্বা নারী টয়লেট যাওয়ার জন্য দোকান থেকে বের হয়ে বাড়ি গেলে এ সময় আলম নামে ওই ব্যক্তি তার পিছু নিয়ে তার বাড়িতে প্রবেশ করে। এ সময় আলম ওই নারীর ঘরের দরজা তালাবদ্ধ পেয়ে তাকে না পেয়ে টয়লেটে গিয়ে টয়লেটের দরজা খুলে ওই নারীকে জাপটে ধরে তার মুখ চেপে রেখে ধর্ষণের চেষ্টা করে । পরে ওই নারী আলমের ধাক্কা দিয়ে ছুটে টিউবওয়েল হাতমুখ ধোয়ার জন্য গেলে সেখানেও আলম ওই নারীকে জাপটে ধরে ধর্ষণ চেষ্টা করে। এ সময় ওই অন্তঃসত্ত্বা নারীর শাশুড়ি তাকে ডাকলে ঘটনাস্থল থেকে দ্রুত আলম পালিয়ে যায়। পেটে প্রচণ্ড আঘাত পাওয়ায় ওই অন্তঃসত্ত্বা নারীকে উদ্ধার করে তার পরিবার পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে।

আরও পড়ুনঃ

শিশুকে ধর্ষণের অভিযোগে তিন সন্তানের বাবা গ্রেপ্তার

রাতে মা গেলেন গল্প করতে, বাড়িতে একা পেয়ে মেয়েকে ধর্ষণ

ধর্ষকের সর্বোচ্চ সাজা চেয়ে রাস্তায় শিক্ষার্থীরা

পোশাক শ্রমিককে সংঘবদ্ধ ধর্ষণ, দুইজনের যাবজ্জীবন

এদিকে অভিযুক্ত মো. আলমের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে পঞ্চগড় সদর থানার ওসি (তদন্ত) জামাল হোসেন আরটিভি নিউজ জানান, শনিবার রাতে অন্তঃসত্ত্বা নারী বাদী হয়ে আলম নামে ওই ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগে একটি মামলা করেছেন। আসামি আলমকে আটকের চেষ্টা চলছে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বস্তায় হাত দিতেই ছোবল, প্রাণ গেল ৩ সন্তানের জননীর
ডিজিটাল সুরক্ষা প্রশিক্ষণে সনদ পেলেন ২৫ নারী সাংবাদিক ও রাজনীতিবিদ
পাথরঘাটায় শূকরের কামড়ে নারীসহ আহত ৫
কুমিল্লার হোমনায় স্বামীকে হত্যা, স্ত্রীসহ ৪ জনের মৃত্যুদণ্ড
X
Fresh