• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

হরতালের ডাক দিয়ে মাঠে নেই বিএনপি

নওগাঁ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৮ অক্টোবর ২০২০, ১২:৩১
BNP is not in the field, calling for strike, rtv news, rtv news
নওগাঁ

নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের উপ-নির্বাচন গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনে বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে ভোট বর্জন করেছিল বিএনপি। সেইসঙ্গে এই নির্বাচনকে একটি প্রহসন উল্লেখ করে আজ রোববার জেলার আত্রাই ও রাণীনগর উপজেলায় অর্ধদিবস হরতালের ডাক দেয় দলটি। তবে আজ আর বিএনপির কোনও নেতাকর্মীকে মাঠে দেখা যায়নি।

হরতালের কোনও প্রভাবও নেই আত্রাই ও রাণীনগর উপজেলায়। সবকিছুই স্বাভাবিকভাবে চলছে। সকল দোকান-পাট, হাট-বাজার ও শপিংমলগুলো অন্যদিনের মতোই খোলা দেখা গেছে। কোথাও বিএনপিকে মিছিল-মিটিং কিংবা হরতালের সমর্থনে কোনও সভা-সমাবেশ করতে দেখা যায়নি।

পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়া আরটিভি নিউজকে জানান, হরতালকে কেন্দ্র করে দুই উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে পুলিশ মোতায়েন করা হয়েছে। যেন কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রতীক পেয়েই প্রচার-প্রচারণায় প্রার্থীরা
লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির ৫ নেতা কারাগারে
বহিষ্কার করেও ভোটমুখী নেতাদের বাগে আনতে পারছে না বিএনপি
জনগণের জানমাল রক্ষার্থে বিএনপির সমাবেশের দিনে কর্মসূচি দিই: কাদের
X
Fresh