• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

চুয়াডাঙ্গা প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৮ অক্টোবর ২০২০, ১১:৫৮
A Bangladeshi, youth was killed in BSF firing, rtv news
চুয়াডাঙ্গায় বিএসএফের গুলিতে নিহত অমিদুলের বাড়িতে শোকের ছায়া

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি এক যুবক নিহত হয়েছেন।

আজ রোববার ভোরে উপজেলার ঠাকুরপুর সীমান্তের ৮৯ নম্বর মেইন পিলারের কাছে এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম অমিদুল ইসলাম (২৭)। তিনি ওই গ্রামের শহিদুল ইসলামের ছেলে। নিহত অমিদুলের মরদেহ বিএসএফের সদস্যরা নিয়ে গেছে।

বিজিবির পক্ষ থেকে ওমিদুলের বয়স ২৭ বছর বলা হলেও তার বয়স ১৫ বছর বলে জানিয়েছে নিহতের পরিবার।

নিহতের মরদেহ ফেরত আনতে ৫৪ বিএসএফ কমাডেন্টের সঙ্গে যোগাযোগ করছে বিজিবি।

গ্রামবাসী জানায়, কয়েকজন বাংলাদেশি গরু ব্যবসায়ী ভারত থেকে গরু আনার পথে বিএসএফের মুখোমুখি হয়ে পড়ে। বিএসএফ সদস্যরা তাদেরকে লক্ষ্য করে গুলি চালালে মারা যায় অমিদুল।তার মরদেহ নিয়ে গেছে বিএসএফ।

চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক মোহাম্মদ খালেকুজ্জামান আরটিভি নিউজকে জানান, বাংলাদেশিকে গুলি করে হত্যার প্রতিবাদ ও মরদেহ ফেরত চেয়ে ৫৪ বিএসএফ কমাডেন্ট দেশরাজ সিংয়ের সঙ্গে কথা হয়েছে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (২৯ মার্চ)
খোঁজাখুঁজির সময় ভাই-বোনকে পুকুরে ভাসতে দেখেন পরিবার
নিউইয়র্কে বাংলাদেশির মৃত্যু নিয়ে পুলিশের বক্তব্যে ভাইয়ের বিরোধিতা
বজ্রপাতে কোরআনের হাফেজসহ দুই যুবকের মৃত্যু
X
Fresh